৫০ হাজার টাকার চেক পেলেন ৫০ জন জটিল রোগে আক্রান্ত ব্যাক্তি
সুপক রন্জন উকিল, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেটের সময় :
বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
১৭৫
বার পড়া হয়েছে
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসন ও উপজেলার সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার (২৬ এপ্রিল) সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্টোকে প্যারালাইজড, জন্মগত হদরোগ, থ্যালাসামিয়া আক্রান্ত জটিল রোগীদের সহায়তা অনুদান চেক বিতরন করা হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমদ এমপি উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, সহকারী কমিশনার ভুমি নিকহাত আরা, উপজেলা আওযামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ মিজানুর ইসলাম আকন্দ প্রমূখ। পরে উপস্থিত রোগীদের মধ্যে জন প্রতি ৫০ হাজার টাকার চেক ৫০ জন রোগীর হাতে তোলে দেয়া হয়।