নেত্রকোনা জেলার মদন উপজেলায় জামালপুরের বকশীগঞ্জের ৭১ টিভি সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে মদন উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ শে জুন) সকালে উপজেলা প্রেসক্লাবের সামনে মুল সড়কে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মদন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আল মাহবোব আলম, সাধারণ সম্পাদক পরিতোষ দাস, সাবেক সভাপতি আল-আমিন তালুকদার, এস এ টিভি সাংবাদিক দেবল চন্দ্র, সাংবাদিক মোশারফ হোসেন বাবুল, সাংবাদিক শহিদুল ইসলাম শফিক,সাংবাদিক আলী আকগর পনির, সাংবাদিক কামাল হোসেন মন্ডল, সাংবাদিক সুদর্শন আচার্য্য, আলমখান, সাংবাদিক ইমরান হোসেন , সাংবাদিক আব্দুল আওয়াল, সাংবাদিক নুরুল হক রনু সহ আরো অনেকেই।
এ সময় প্রেসক্লাব সভাপতি আল মাহবুব আলম বলেন গোলাম রাব্বানী নাদিম হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং হত্যাকারী মাহমুদুল হাসান বাবুসহ সকলের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করচ্ছি। সেই সাথে ভবিষ্যতে যাতে এরকম নেক্কার জনক ঘটনা যাতে না ঘটে। তার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
উল্লেখ্য ,গত ১৪ জুন রাতে জামালপুরের বকশীগঞ্জে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান বাবুসহ তার অনুসারীদের হাতে অতর্কিত হামলার শিকার হন গোলাম রব্বানীর নাদিম । তার অবস্থা আশঙ্কাজনক খারাপ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে প্রেরণ করা হয়। সেখানে তিনি মৃত্যুবরণ করেন।