প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৪, ২০২৬, ৩:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৫, ৯:১৬ পূর্বাহ্ণ
নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হক সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মোঃ
আল আমিন এর নেতৃত্বে একটি টিম গতকাল সোমবার দিবাগত রাত ৯টার দিকে কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের হাঁসকান্দা গ্রামের আবুল কাশেমের বাড়িতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে তার বসত ঘর থেকে চার কেজি একশ গ্রাম গাঁজা উদ্ধার করে।
এ সময় মাদক ব্যবসার সাথে জড়িত থাকায় আবুল কাশেমকে (৫৩) আটক করা হয়। আটক আবুল কাশেম হাঁসকান্দা গ্রামের মৃত গিয়াস উদ্দিন এর পুত্র।
এ ব্যাপার সাব ইন্সপেক্টর নাজমুল হুদা বাদী হয়ে আটক আবুল কাশেমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করেন। আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতে উপস্থাপিত করা হলে বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
মোবাইল : ০১৭১৪-৮৮১২৫৫, 01711-451756
ই-মেইল : khobornetrakona@gmail.com, khobornews2021@gmail.com
Copyright © 2026 খবর নেত্রকোণা. All rights reserved.