নেত্রকোনার মদন উপজেলায় স্বামী-স্ত্রীসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মদন থানা পুলিশ।
বুধবার(১৯শে নভেম্বর)রাতে উপজেলার চানগাঁও ইউনিয়নের শাহপুর এলাকায় মাদকব্যবসায়ী রবিউল ইসলামের বসতবাড়ি থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৫ বোতল ভারতীয় মদ সহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
আটককৃতরা হলেন মাদক ব্যবসায়ী মোঃ রবিউল (২৯), তার স্ত্রী মোঃ লাকী আক্তার (২৫) ও কেন্দুয়া উপজেলার গগড়া গ্রামের তাওহিদ মিয়ার ছেলে মোঃ নূর আলম (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিউল উপজেলার একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। এর আগেও কয়েকবার তারা স্বামী-স্ত্রী পুলিশের হাতে আটক হয়েছে। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে মদন থানা পুলিশ অভিযান চালিয়ে রবিউল, তার স্ত্রী লাকী আক্তার ও নুর আলমসহ তিনজনকে আটক করে ৬ শত পিস ইয়াবা ও ১৫ বোতল মদ সহ।
এ বিষয়ে জানতে মদন থানা ওসি শামসুল আলম শাহ্ জানান
আটককৃত ৩ জন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
আসামীদের কে নেত্রকোনা জেলহাজতে প্রেরণ করা হবে। মাদকের বিরুদ্ধে আমাদের মদন থানা পুলিশ নিয়মিত অভিযান অব্যাহত রাখবো।
মোঃ আংগুর রহমান ভূঁইয়া
তারিখঃ২০/১১/২৫ ইং
মোবাইলঃ01905340272
মোবাইল : ০১৭১৪-৮৮১২৫৫, 01711-451756
ই-মেইল : khobornetrakona@gmail.com, khobornews2021@gmail.com
Copyright © 2026 খবর নেত্রকোণা. All rights reserved.