নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান -এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়ছে।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের আয়োজনে পরিষদ হলরুমে এই বিদায় সংর্বধনা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহীদ ইকবাল। সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নুরুজ্জামান।
বিদায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, বিদায়ী ইউ এন ও আরিফুজ্জামান, ডাঃ ফাতেমা আক্তার, নবাগত ইউএনও ছাব্বির আহম্মেদ আকুঞ্চী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান দিলীপ কুমার দত্ত।
এ ছাড়াও বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান শান্তা আক্তার, ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার হোসেন চৌধুরী, আবুল কালাম আজাদ, সাংবাদিক কামরুল ইসলাম রতন, নবাগত উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওত হোসেন প্রমুখ।
বক্তরা ইউএনও’র সততার জন্য প্রশংসা করেন। তাছাড়া ৩ জন নবাগত কর্মকর্তাকে বরণ করা হয়।
তারা হলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওত হোসেন, মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল আলম, ওসি ( তদন্ত) রাশেদুল ইসলাম।