আজ শনিবার ২১ আগষ্ট ২০২১ ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বাংলাদেশ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, গৌরীপুর উপজেলা শাখার উদ্দোগে ২০০৪ সনের ২১ আগষ্ট তারিখে আইভি রহমান সহ যারা শাহাদত বরণ করেছিলেন তাদের আত্মার মাগফেরাত এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্থতা কামনা করে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, মাননীয় জাতীয় সংসদ সদস্য ১৪৮ ময়মনসিংহ-৩, বিশেষ অতিথি জনাব মোঃ মোফাজ্জল হোসেন খান, চেয়ারম্যান উপজেলা পরিষদ ও সাধারণ সম্পাদক
গৌরীপুর উপজেলা আওয়ামী যুবলীগ, সভাপতিত্ব করেন ডাঃ হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সভাপতি, গৌরীপুর উপজেলা আওয়ামী লীগ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাবু বিধু ভুষন দাস, সাধারণ সম্পাদক গৌরীপুর উপজেলা আওয়ামীলীগ। এছাড়াও আওয়ামীলীগ, যুবলীগ,
ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ অন্যান্য সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।