“বেশি বেশি মাছ চাষ করি-বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্যের আলোকে মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কলমাকান্দা উপজেলা মৎস্য অফিস কার্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
কলমাকান্দার উপজেলা মৎস্য কর্মকর্তা তাহমিনা খাতুন বলেন, আমিষের চাহিদা পূরণে কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র বিমোচনে লক্ষ্যমাত্রা অর্জন, সরকারের ভিশন, বৈশ্বিক লক্ষ্যমাত্রা অর্জন, টেকসই উন্নয়ন বাস্তবায়ন, রূপকল্প ২০৪১ ও ডেল্টাপ্ল্যান বাস্তবায়নে মৎস্য অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম ও সফলতা তুলে ধরেন।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ফখরুল আলম খসরু, আব্দুর রশিদ আকন্দ, জাফর উল্লাহ, ইসমাঈল হোসেন সিরাজী, প্রান্ত সাহা বিভাস, কামাল পাশা, রিপন মিয়া, কবিরঞ্জন সাহা, এনামুল হক, আব্দুর রশিদ, শেখ শামীম, রিনা হায়াতসহ কলমাকান্দা উপজেলার সকল অনলাইন,ইলেট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।