বিএডিসি সহকারী প্রকৌশলী সুদেব কর্মকার এ প্রশিক্ষণের উদ্দেশ্য করে তিনি বলেন, বিএডিসি সেচের যে কোন সমস্যা সম্মুখীন হবেন ,আমাদের কাছে আসবেন, কৃষি উন্নয়নের লক্ষ্যে কৃষকদের সহযোগিতা করার জন্য বিএডিসি সবসময় প্রস্তুত আছে।
আর তাই ১৯৭৩-৭৮ মেয়াদে বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বিশ্বব্যাংকের সহায়তায় চালু করা হল ‘দানাশস্য বীজ প্রকল্প’ এবং বিএডিসিকে এ দায়িত্ব প্রদান করা হয়।
খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৯৭৩ সালে জাতীয় বীজ বোর্ড গঠনের পরপরই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭৪ সালের ২২ জানুয়ারি প্রতিষ্ঠা করেন তৎকালীন ‘বীজ অনুমোদন সংস্থা’ তথা আজকের ‘বীজ প্রত্যয়ন এজেন্সি’; যার অন্যতম প্রধান কাজ হল বিএডিসি কর্তৃক উৎপাদিত বীজের মাঠমান ও বীজমান যাচাই-পূর্বক প্রত্যয়ন দেয় বিএডিসি সেচ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জানতেন এবং বিশ্বাস করতেন, যে দেশের ৮০-৮৫ শতাংশ মানুষ কৃষিজীবী, সে দেশের উন্নয়ন করতে হলে কৃষি, কৃষক আর কৃষিবিদদের মর্যাদা সমুন্নত করতে হবে। তাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে এসে বঙ্গবন্ধু ঐতিহাসিক ঘোষণায় কৃষিবিদদের সরকারি চাকরিতে প্রথম শ্রেণির পদমর্যাদা দিয়েছিলেন।