সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ কালে তিনি বলেন, আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাফায়েত উল্লাহ রয়েলের কর্মীরা আমার আনারস প্রতীকের কর্মী – সমর্থকদের হুমকি-ধামকি দিচ্ছে। গত শনিবার রাতে বটতলা বাজারে আমার একটি নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর করেছে ও আমার কিছু পোষ্টারে আগুন লাগিয়েছে। এছাড়াও আমার আনারস প্রতীকের কর্মী সমর্থকদের বাড়িতে বাড়িতে গিয়ে ভয়-ভীতি দেখানো হয়েছে। তিনি আরো বলেন, আমি এ বিষয়ে অভিযোগ দেওয়ার জন্য থানায় গিয়েছিলাম কিন্তু মদন থানা ওসি আমার অভিযোগ রাখেননি।
এ বিষয়ে জানতে চাইলে মদন থানা ওসি ফেরদৌস আলম বলেন, স্বতন্ত্রপ্রার্থীর কেউ আমার কাছে অভিযোগ নিয়ে আসেনি।