তার মৃত্যুতে শোক সম্ভ্রান্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও তার রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন , মদন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ মদনের সকল মুক্তিযোদ্ধার পক্ষ থেকে শোক সমবেদনা জানান।
১৯ জানুয়ারি রোজ বুধবার বেলা ২ টা ৩০ মিনিটের সময় জয়পাশা শহীদ মফিজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।
সেখানে তাকে উপজেলা ভূমি সহকারী কমিশনার উম্মে সালমা
ও মদন থানার ওসি মোঃ ফেরদৌস আলম এর নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল গার্ড অব অনার প্রদান করেন।
গার্ড অফ অনার শেষে নুরুল কুরআন কওমি মাদ্রাসার কবরস্থানে তার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মদন উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার গাজী ফেরদৌস, অন্যান্য মুক্তিযোদ্ধা প্রমুখ।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম (৭০) গত ১৮ জানুয়ারি রোজ মঙ্গলবার রাত আনুমানিক ১১ট ৩০ মিনিটের সময় তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।