এলাকাবাসী সূত্রে জানাযায় গত ১৮ জানুয়ারি কৃষক আহালি তার ধানের বীজতলা জমিতে ধানের বীজ ধান তুলতে গেলে, তৌহিদের লোকজন বীজতলা জমিতে পানিছাড়ে
এতে করে কৃষক আহালি নিষেধ করায় তার লোকজনকে মেরে আহত করলে স্বজনেরা আহতদের মদন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ভর্তি করে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ।
উক্ত ঘটনা ১৯ জানুয়ারি রোজ বুধবার এলাকার গণ্যমান্য মাতব্বররা গ্রাম্য সালিশের মাধ্যমে সমাধান করে ।
গ্রাম্য সালিশের সমাধানের পর (তৌহিদের) লোকজন কৃষক আহ আলীর ছেলে রোস্তম (৩০)কে জনতা বাজারে তার চায়ের দোকান ঘরে গিয়ে মারধর করলে। উক্ত ঘটনা জের ধরে সংঘর্ষ হলে দু পক্ষের মধ্যে ৩১ জন আহত হয়।
এ বিষয়ে জানতে চাইলে মদন থানা অফিসার ইনচার্জ ফেরদৌস আলম বলেন, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে ,এখনো কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।