রোজ বুধবার ২৬ জানুয়ারি দুপুর ১২ ঘটিকার সময় বীর নিবাসের এ কাজ উদ্বোধন করেন তিনি ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান (মাস্টার) ,উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ, ভূমি সহকারী কমিশনার উম্মে সালমা , উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ, সদ্য প্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন তালুকদার, উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল ,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, ক্বারী মোঃ হাবিবুর রহমান( সঞ্জু) মিয়া , প্যানেল মেয়র সংরক্ষিত মহিলা কাউন্সিলর তাহমিনারা বেগম (শিরিন) ,ঠিকাদারী প্রতিষ্ঠানের ঠিকাদার মেসার্স নূরে আলম সিদ্দিকী এন্ড মোতাহার হোসেন খান,
অন্যান্য প্রমুখ।
এ উপহার পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বীর মুক্তিযোদ্ধারা।
জেলা প্রশাসক কাজী মোঃ আবদুর রহমান তিনি বলেন-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছেন। আমরা বীর মুক্তিযোদ্ধাদের সম্মান করি।বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি করেছেন।মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন ব্যবস্থা করেছেন। জেলা প্রশাসন সব সময় বীর মুক্তিযোদ্ধাদের পাশে আছে।