নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলায় কোন মাদক ও জুয়ার অড্ডা থাকবেনা বলে আশ্বস্ত করেছেন সদ্য যোগদান করা ওসি মোহাম্মদ রাশেদুল হাসান।
আজ রবিবার দুপুরে মোহনগঞ্জ মহিলা কলেজে অনুষ্ঠিত এক বিট পুলিশিং সভায় তিনি এ আশ্বস্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ ফয়সল এর পরিচালনায় অবসর প্রাপ্ত শিক্ষক মো: মোখলেসুর রহমানের সভাপতিত্বে মহিলা কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান, ওসি তদন্ত রাশেদুল হক।
অনুষ্ঠানে জুয়া ও মাদকবিরোধী বক্তব্য রাখেন, হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি বিমল চন্দ্র পাল, বাবু অমল সরকার, বিপ্লব কুমার রায়, এসআই হুমায়ুন কবির ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুম আহম্মেদ প্রমূখ ।
বক্তারা বলেন মোহনগঞ্জ উপজেলায় কোন ধরনের জুয়া ও মাদক সেবনকারীর অস্তিত্ব থাকবেনা। আমরা সকলে মিলে মাদক ও জুয়ার বিরুদ্ধে সার্বিক সহযোগিতা করবো প্রশাসনকে।