৫ শতাধিক অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষ পেলেন ঈদ উপহার
সুপক রন্জন উকিল, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
আপডেটের সময় :
শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
৪৩৮
বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসনিার সাবেক বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল স্মৃতি সংসদের উদ্যোগে ময়মনসিংহের গৌরীপুরে স্থানীয় ৫ শতাধিক অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ টাকা, শাড়ি, লুঙ্গি বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঈদ উপহার বিতরণ করেন সংগঠনের উপদেষ্টা মাহবুবুল হক শাকিলের সহধর্মিণী ও জেলা আওয়ামী লীগ নেত্রী এডভোকেট নিলুফার আনজুম পপি।
এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, ইউপি মেম্বার আবু বক্কর ছিদ্দিক, সাবেক ইউপি মেম্বার আবুল হাসিম, যুবলীগ নেতা আব্দুর রউফ দুদু, ছাত্রলীগ নেতা মোবারক হোসেন রাসেল, বীর মুক্তিযোদ্ধার সন্তান মতিউর রহমান মতি প্রমুখ।