নেত্রকোণা জেলার নতুন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
আজ (৫ জুন) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জিডিএলজি জিয়া আহমেদ সুমন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মনির হোসেনসহ জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ। নেত্রকোণা জেলার কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এ সময় নবাগত জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, আমার অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নেত্রকোণা জেলার সার্বিক উন্নয়ন সাধন করতে চাই। তিনি তার কর্মকান্ডে সাংবাদিকসহ নেত্রকোণা জেলাবাসীর সহযোগিতা কামনা করেছেন।
উক্ত মতবিনিময় সভায় নবীন ও প্রবীন সাংবাদিকবৃন্দ তাদের মতামত পেশ করেছেন।