নেত্রকোণায় জেলা সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা পাবলিক হল মিলনায়তনে জেলা সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা পরিষদ প্রশাসক প্রশান্ত কুমার রায়, পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আমিন সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, ধর্মীয়, সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় জেলা সামাজিক-সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে, সামাজিক সম্পৃতি রক্ষার মধ্যেদিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশেকে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্রে পরিণত করতে হবে।