দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪৮, ময়মনসিংহ-৩(গৌরীপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহার ‘ট্রাক’ প্রতীকে ভোট চাইলেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানরা। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী প্রতিষ্ঠিত বিএনপি পরিবারের সদস্য হওয়ায় প্রতীক বরাদ্দের পর থেকেই তাঁরা এ আসনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন।
বৃহস্পতিবার (৪ জানুয়ারী) দুপুরে পৌর শহরের ধান মহালে ট্রাক প্রতীকে ভোট প্রার্থনা করেন তাঁরা।
এতে অংশগ্রহন করেন বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, তোফাজ্জল হোসেন, আবুল কালাম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আবুল ফজল মুহম্মদ হীরা, সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ, সংগঠনের পৌর শাখার সিনিয়র সহ সভাপতি রোকুনুজ্জামান পল্লব, সাধারণ সম্পাদক উজ্জল চন্দ্রসহ আরও অনেকেই।
গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম খালেদুজ্জামানের ছেলে রোকুনুজ্জামান পল্লব বলেন- এ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নিলুফার আনজুম পপি প্রতিষ্ঠিত বিএনপি পরিবারের একজন সদস্য। তার রক্তে বইছে বিএনপির রক্তের ধারা। তাই আওয়ামীলীগের মনোনীত প্রার্থী পছন্দ না হওয়ায় তারা স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহার ট্রাক প্রতীকের পক্ষে কাজ করছেন।
এদিকে বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, তোফাজ্জল, কলিম উদ্দিনসহ আরও বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা ট্রাক মার্কায় ভোট দেয়ার জন্য সাধারণ মানুষের কাছে আহবান জানান।