অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক খাদিজা আক্তার মুন্নি। সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মার্জিয়া আক্তার অর্পা ও আবু হানিফ নোমান। বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আদিবা আফরিন কলি, কুলসুমা আক্তার, মো. জুয়েল রানা, আয়েশা আক্তার ঐশী, নাদিরা আক্তার, মুক্তি রানী, অঞ্জলি রানী, জুই আক্তার, সোমাইয়া আক্তার, মৌসুমী আক্তার মৌ, স্মৃতিচারণ করেন বক্তব্য রাখেন এসএসসি পরীক্ষার্থী প্রজ্ঞা পণ্ডিত, মুন্তাহা ইয়াসমিন তানজিলা, সাদিয়া জাহান বৃষ্টি, মার্জিয়া আক্তার ঐশী, আমিনা খাতুন মাইমা, ইশরাত জাহান জান্নাত, খাদিজা আক্তার হাসি, হুমাইরা আক্তার কনিকা, তানজিনা আক্তার তাকি, মাহিয়া আক্তার, ইসরাত জাহান মীম, সানজিদা আক্তার সুমাইয়া, জাকারিয়া, সাব্বির হোসেন কাউসার, রিফাত খান, শাকিল আহম্মেদ সানি, শিমুল আহম্মেদ জয়, ফাহাদ খান, আবু কাউসার, সিয়াম মিয়া প্রমুখ।