স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবা অধিকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনা মদন উপজেলা বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালের দিকে মদন উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে একটি র্যালি বের হয়ে
মদন পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মদন উপজেলা নির্বাহী অফিসার ইউ এন ও মোঃ শাহ আলম মিয়া।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান।
মদন উপজেলা স্থানীয় সরকার অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বারী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কল্পনা আক্তার, পৌরসভার সকল কাউন্সিলর গন এবং উপজেলার চানগাঁও ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নুরুল আলম তালুকদার, নায়েকপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাদিস উদ্দিন সহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।