আংগুর রহমান ভূইয়া বিশেষ প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপলক্ষে মদনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার ৭ মার্চ সকাল ৯ টা ৩০ মিনিটে উপজেলা চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে উপজেলা প্রশাসন উপজেলা আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা সংসদ পুলিশ প্রশাসন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্প স্থপক অর্পণ করা হয়। পড়ে উপজেলা পাবলিক হলে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়ার সভাপতিত্বে- বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহিম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ নুরুল হুদা খান মদন থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল কান্তি সরকার সাবেক জেলা পরিষদ সদস্য আয়েশা আক্তার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ ছদ্দু মিয়া মদন ইউপি চেয়ারম্যান মোঃ খাইরুল ইসলাম আকন্দ প্রমুখ। এছাড়া বিষয়টি উপলক্ষে চিত্রাঙ্গন প্রতিযোগিত ,বঙ্গবন্ধুর ভাষণ ছড়া পাঠ কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।