ময়মনসিংহের গৌরীপুরে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মানবিক সহায়তার আওতায় উপজেলার মাওহা, সহনাটি ও অচিন্তপুরের ইউনিয়নে গরিব, অসহায় ও দুস্থ ১৬ হাজার ৯ শত ৮০ জন পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
জানা গেছে, ১৫জুলাই বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে সহনাটি ইউনিয়ন পরিষদের প্রাঙ্গণে ভিজিএফ চাল বিতরণের কার্যক্রম শুরু করেন ৫ নং সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আব্দুল মান্নান। ট্যাগ অফিসারের দায়িত্বে থাকা উপজেলা সহকারী প্রোগ্রামার মো.আবুল কালাম আজাদ উপস্থিতে মাওহা উনিয়নের ৬ হাজার ১ শত ৫৫ জন উপকার ভোগী দুস্থ পরিবারের মাঝে জন প্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
৪ নং মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.রমিজ উদ্দিন স্বপন বলেন, সারা দেশের ন্যায় মাওহা ইউনিয়ন পরিষদের ৫ হাজার ২ শত ৮ জন গরিব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করেছি। ভিজিএফ এর চাল বিতরণের ক্ষেত্রে কোনো রকম স্বজন প্রীতি করা হয়নি।