লেখকের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার দুপুরে গৌরীপুর শহরে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে এই প্রচারণার আয়োজন করে ভক্তদের সংগঠন হুমায়ূন আহমেদ স্মৃতি পরিষদ।
প্রচারণা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাপ্তাহিক গৌরীপুর বার্তার সম্পাদক ম. নূরুল ইসলাম, সাপ্তাহিক রাজগৌরীপুরের উপদেষ্টা সম্পাদক আজম জহিরুল ইসলাম, প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার, সাবেক সভাপতি কমল সরকার, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, কবি সেলিম আল রাজ, সাংবাদিক হুমায়ূন কবির, নিউ নেশন প্রতিনিধি রায়হান উদ্দিন সরকার, রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটন, সাবেক সভাপতি মহসীন মাহমুদ, সুপক রঞ্জন উকিল প্রমুখ। প্রচারণা শেষে গৌরীপুর প্রেসক্লাব সভাকক্ষে হুমায়ূন আহমেদ স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।