ময়মনসিংহে জেলার গৌরীপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলার মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় এসি ল্যান্ড অফিসের কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্ব ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ নিকহাত আরার সঞ্চালনায় উপস্থিত ছিলেন সকল ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তাবৃন্দ ও এসি ল্যান্ড অফিসের সকল স্টাফবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার বলেন সরকারের ডিজিটাইজেশনের ব্যাপক ছোয়া পড়েছে ভূমি সেবার সকল পর্যায়ে। এসময় তিনি ভূমি সেবা সহজীকরণের ভূমি মন্ত্রণালয় কর্তৃক গৃহীত সকল কাজ দ্রুত বাস্তবায়নের তাগিদ প্রদান করেন। এসি ল্যান্ড বলেন ভূমি সেবা এখন অনেক সহজ, সংশ্লিষ্ট সকলের আরো আন্তরিকতার সাথে কাজ করতে হবে।