নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের এস.এস.সি ২০২২ এ জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক নবীন বরণ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে হোগলা উচ্চ বিদ্যালয় মাঠে হোগলা ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খোকনের সভাপতিত্বে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মেম্বার, বীর মুক্তিযোদ্ধা আছমত আলী, বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন, হোগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রশিদ সরকার, আব্দুল খালেক মাস্টারসহ হোগলা ইউনিয়নের জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী ও অভিবাবকবৃন্দসহ হোগলা ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ। পরে হোগলা ইউনিয়নের জিপিএ ৫ প্রাপ্ত ২৯ জন শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।