জাতীয় পর্যায়ে শিশু অধিকার বাস্তবায়নকারী শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) নেত্রকোণা জেলা কার্যনির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভা ও কর্মপরিকল্পনা অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোণা জেলা শিশু একাডেমী কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এনসিটিএফ নেত্রকোণা জেলা কমিটির সভাপতি হোমায়রা আমীন সায়মা।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মীর বাবলুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা,নেত্রকোণা জেলা।
কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যগণ উক্ত সভায় অংশগ্রহণ করেন।
সভায় উপস্থিত ছিলেন YES Bangladesh এর সেন্ট্রাল ইয়োথ ভলান্টিয়ার ফয়সাল আহমেদ রনি, YES Bangladesh এর জেলা ভলান্টিয়ার আলমগীর হোসেন ও রনি আক্তার।
এ সভায় আলোচনা করা হয়েছে বর্তমান পরিস্থিতিতে সুরক্ষিত থাকতে সকল সদস্যগণ ও তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য বিধি মনে চলা ও জরুরী প্রয়োজনে ঘরের বাহিরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করার জন্য সকলকে অনুরোধ জানানো হয়।
এ ছাড়াও জেলার শিশু অধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা ও পরবর্তী করনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।এ সময় উপস্থিত সকল সদস্যগণের মতামতের ভিত্তিতে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। তার মধ্যে সুবিধাবঞ্চিত, পথ শিশু ও শ্রমজীবি শিশুদের শীতবস্ত্র/কম্বল বিতরণ, শীতকালীন শিশুদের অসুস্থতা ও বিভিন্ন স্বাস্থ্য সচেতনতা বিষয়ে অনলাইনে ক্যাম্পেইন,এনসিটিএফ এর সাধারণ সদস্য সংগ্রহ ও স্কুল কমিটি গঠন,বাল্যবিবাহ বন্ধে পদক্ষেপ, স্কুল থেকে ঝ’রে পরা শিশুদের স্কুলে ফিরানো, শ্রমজীবী শিশুদের নিয়ে কাজ করা সহ ইত্যাদি।
এ ছাড়াও উপস্থিত ছিলেন এনসিটিএফ নেত্রকোণা জেলা কমিটির সহ-সভাপতি আব্দুর রহমান ঈশান, সাধারণ সম্পাদক সপ্তক দাস অর্ঘ্য, যুগ্ম সাধারন সম্পাদক আদিয়া ইসলাম সহ প্রমুখ।