স্বাধীনতার সুবর্নজয়ন্তী ও মুজিববর্ষে যুব ও ক্রীড়া মন্ত্রনালয় ,ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া র্কমসূচী ২০২১/২০২২ খ্রি: টি-২০ ক্রীকেট প্রতিযোগিতা নেত্রকোনা জেলা ক্রীড়া অফিস আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় ২৪-২৫ এপ্রিল ২ দিন ব্যাপি নেত্রকোনা আধুনিক স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়েছে।উক্ত খেলায় ৪ টি দল অংশগ্রহন করেÑযথাক্রমে আনঞ্জুমান আর্দশ সরকারী উচ্চ বিদ্যালয়,দত্ত উচ্চ বিদ্যালয়,মধুমাছি —কচিকাঁচা বিদ্যানিকেতন ও নেত্রকোনা উচ্চ বিদ্যালয়। এতে নেত্রকোনা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয় এবং রার্নাস আপ হয় মধুমাছি কচিকাচাঁ বিদ্যানিকেতন খেলা শেষে সনদপত্র ও পুরস্কার বিতরন সমাপনী Ñঅনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার আফরিন আক্তার মনির সভাপতিত্বে ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য শিক্ষক শাহানুল কবির মুন্নার
উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোযারদেও উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন নেত্রকোনা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ম.মনির হোসেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সাবেক জাতীয় ফুটবলার মোঃ সাইদুর রহমান,এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্মসাধারন সম্পাদক মোঃ সারোয়ার হাসান রুবেল সহ ক্রীড়া সংস্থার সম্মানীত সদস্যবৃন্দ ও ক্রীড়া সংস্থার পবিত্র ভট্রাচার্য সহ সংশ্লিষ্ট র্কমচারীবৃন্দ এবং ক্রীড়া অফিসের মোঃ মাহমুদ সহ সংশ্লিষ্ট র্কমচারীবৃন্দ এবং অংশগ্রহনকারী দলের বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ছাত্রবৃন্দ । দলের কোঁচ ও ক্রীড়া মুদি হাজারো র্দশক। উল্লেখ্য যে,এছাড়াও এর আগে প্রাইম ব্যাংক বঙ্গবন্ধু ন্যাশনাল স্কুল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। উক্ত টুনার্মেন্টে উপরে উল্লেখিত ৪ টি দল অংশগ্রহন করে।৪ টি দলের মধ্যে চ্যাম্পিয়ন হয়
মধুমাছি কচিকাচাঁ বিদ্যানিকেতন এবং রার্নাস আপ হয় নেত্রকোনা উচ্চ বিদ্যালয়।উভয় টুনার্মেন্টে চ্যাম্পিয়ন ও রার্নাস আপ পুরস্কার ও সনদ পত্র একই সঙ্গে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ম.মনির হোসেন বিশেষ অতিথিদের সংগে নিয়ে খেলোয়ারদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন।