নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলার বরুইউন্দ গ্রামের মকবুল হোসেনের ছেলে আনোয়ার হোসেনকে চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয় পরে প্রতিপক্ষ আনোয়ার ও তার বাবাসহ কয়েকজনকে ছুরিকাঘাত করে।
পরে আহত অবস্থায় আনোয়ার হোসেনসহ আরো কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন। আনোয়ার হোসেন মেয়ের বাবা মকবুল হোসেন ও তার চাচাতো ভাই মনির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
বর্তমানে মকবুল হোসেন ও মনির হোসেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এ ব্যাপারে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে