টুর্নামেন্টে শেরপুর টেনিস ক্লাবের ১২ জন, জামালপুর টেনিস ক্লাবের ৮জন, ময়মনসিংহ টেনিস ক্লাবের১১জন ও কিশোরগঞ্জ টেনিস ক্লাবের ৮ জন নেত্রকোনা টেনিসক্লাবের১২জন খেলোয়াড় খেলায় অংশগ্রহণ করেন। নকআউট পদ্ধতিতে খেলায় ৩৫ উর্ধ্ব এককে১৭টি, ৩৫ উর্ধ্ব দ্বৈতে ১৭টি এবং ৫০উর্ধ্ব দ্বৈতে ৯টি খেলা অনুষ্ঠিত হয়েছে।
টুর্নামেন্টের চুড়ান্ত খেলায় ৩৫ উর্ধ্ব এককে ময়মনসিংহ টেনিস ক্লাবের রাকিবুল হাসান রোমানকে হারিয়ে নেত্রকোনা টেনিস ক্লাবের তাজ উদ্দিন ফারাস সেন্টু চ্যাম্পিয়ন হয়েছে, ৩৫ উর্ধ্ব দ্বৈতে নেত্রকোনা টেনিস ক্লাবের ডঃ মনিরুল হক ও তাজ উদ্দিন ফারাস সেন্টু জুটিকে হারিয়ে ময়মনসিংহ টেনিস ক্লাবের রাকিবুল হাসান রোমান ও সাজ্জাদ হায়দার খান চ্যাম্পিয়ন,
৫০ উর্ধ্ব দ্বৈতে ময়মনসিংহ টেনিস ক্লাবের এডভোকেট আনোয়ারুল ইসলাম ও জাকির হোসেন জুটিকে হারিয়ে নেত্রকোনা টেনিস ক্লাবের তাজ উদ্দীন ফারাস সেন্টু ও খানে আলম খান চ্যাম্পিয়ন হয়েছেন।
মোক্তারপাড়াস্থ টেনিস কমপ্লেক্সে সপ্তাহব্যাপী খেলা শেষে শুক্রবার রাত ৯টার দিকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন সমাজ কল্যান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।
এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা টেনিস ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান, পুলিশ সুপার আকবর আলী মুনসী, জেলা পরিষদ চেয়ারম্যান বাবু প্রশান্ত কুমার রায়, পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল্লাহ আল মাহমুদ, এন এস আই – এর উপ পরিচালক মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ ফখরুজ্জামান জুয়েল, নেত্রকোনা রাইফেলস ক্লাবের সাধারন সম্পাদক সারোয়ার জাহান রঞ্জন, রেড ক্রিসেন্ট সোসাইটি নেত্রকোনা জেলার সাধারন সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, নেত্রকোনা টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু প্রমূখ সহ অন্যান্য খেলোয়াড় বৃন্দ।
টুর্নামেন্টে পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন সারোয়ার আলম রুকন, সৈয়দ বজলুর রশিদ, কবি তানভীর জাহান চৌধুরী, এডভোকেট মারুফ হাসান অভীক, আজিজুল হক পলাশ, ইশতিয়াক উসমান তালুকদার।
করোনার কারনে নিয়মিত খেলাধুলা না-হওয়ায় দীর্ঘদিন পর এই টুর্নামেন্ট আয়োজন করায় দর্শকদের উপস্থিতি ছিল লক্ষনীয়।