নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার মেঘশিমুল গ্রামের ইভা আক্তার (৬) বছরের পুকুরের পানিতে ডুবে মারা যায়। আজ বিকাল আনুমানিক ৫ টার দিকে রাসেল মিয়ার মেয়ে ইভা আক্তার বাড়ির পূর্ব পাশে মান্নান সরকারের পুকুরে হাঁস আনতে যায়। ইভা আক্তারের বাড়ির লোকজন দেখতে পায় পুকুরে পরে আছে। ইভা আক্তারকে পুকুর থেকে উদ্ধার করে পূর্বধলা স্ব্যাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ বলেন, লাশটি মৃতের বাড়িতে আছে সেখানে পুলিশ আছে মৃতের বাবা মায়ের কোন অভিযোগ না থাকালে মৃতের লাশ দাপনের কাজ সম্পন্ন হবে।