সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গৌরীপুর উপজেলায় গত রোবাবর ১০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে উপজেলার ১০নং সহনাটি ইউনিয়নের জাতীয় পার্টির একমাত্র প্রার্থী হিসেবে লড়াইয়ে নামেন মো. শামছুজ্জামান (জামাল)। তিনি এর আগেও একবার চেয়ারম্যান ছিলেন। ঘোষিত ফলাফলে তিনি মাত্র ২৬ ভোটে পরাজিত হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ৬ হাজার ২৫২টি। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের সালাউদ্দিন কাদের রুবেল ৬ হাজার ২৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। রিটার্নিং অফিসার মো. কামাল হোসেন স্বাক্ষরিত বিবরণীতে এ তথ্য জানা গেছে।
এদিকে মাত্র ২৬ ভোটের এই পরাজয় মানতে পারছেন না জাপার প্রার্থী জামাল। নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে ভোট পুনরায় গণনার দাবিতে মঙ্গলবার দুপুর ১২টার দিকে ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি। লিখিত বক্তব্যে তিনি জানান, ব্যাপক কারচুপি, অনিয়ম এবং সহিংসতার মাধ্যমে আমার নিশ্চিত জয় ছিনিয়ে নেয়া হয়েছে। এই অবস্থায় ভালুকাপুর ও ধোপাজাঙ্গালিয়া কেন্দ্রে পুনরায় ভোট গণনার দাবি জানান তিনি।
অপরদিকে মঙ্গলবার দুপুর ১১টা থেকে সহনাটি ইউনিয়ন থেকে হাজার হাজার নারী পুরুষ গৌরীপুর শহরে আসতে শুরু করে। গৌরীপুর স্টেডিয়ামে কয়েক হাজার মানুষ জড়ো হয়ে দুপুর আড়াইটার দিকে উপজেলা পরিষদ অভিমুখে যাত্রা শুরু করেন। তারা উপজেলা পরিষদে গিয়ে জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে অবস্থান নেয়ার পরিকল্পনা করলে গৌরীপুর-কলতাপাড়া সড়কের গৌরীপুর পাইলট বালিকা বিদ্যালয়ের সামনে পুলিশ আটকে দেয় জনতাকে। এ সময় রাস্তায় অবস্থান করে নিজেদের দাবি জানিয়ে নানা শ্লোগান দেন জাপা প্রার্থীর সমর্থকরা।
পরিস্থিতি স্বাভাভিক করে বিকেল ৪টার দিকে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ ঘটনাস্থলে ছুটে আসেন। এর আগে লাঙ্গলের সমর্থকদের দাবির একটি স্মারকলিপিও গ্রহণ করেন তিনি। বিক্ষোভকারীদের শান্ত করে উপজেলা নির্বাহী অফিসার আইনের মধ্যে থেকে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন। কিন্তু তাতেও বিক্ষুব্ধ লোকজন বিকেল ৫টা পর্যন্ত সড়ক থেকে সরেননি।
গৌরীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা সজল চন্দ্র সরকার বলেন, নির্বাচনে কোনো কারচুপি হয়নি। কেন্দ্রের প্রাপ্ত ফালাফল রিটার্নিং অফিসার ঘোষণা করেছেন।
ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) শেখ মোস্তাফিজুর রহমান বলেন, প্রার্থীর পক্ষে লোকজন আসলে তাদেরকে যথাযথ মাধ্যমে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এ নিয়ে কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটাতে আগত লোকজনদের অনুরোধ করেন তিনি।