
নেত্রকোণা ৫ আসনের সংসদ সদস্য পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়ারেসাত হোসেন বেলাল (বীরপ্রতীক) বুধবার বিকেলে তার নিজ নির্বাচনী এলাকার বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন করেন।
তিনি প্রথমে পূর্বধলা বাজারস্থ সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দিরের পূঁজামন্ডপ পরিদর্শন করেন। পরে তিনি জারিয়া বাজারস্থ সার্বজনীন পূঁজা মন্দির, পাবই পুঁজা মন্দিরসহ বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি হিন্দু সম্প্রদায়ের পূজারী,ভক্ত, মন্দিরের পুরোহিত মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং তার ব্যাক্তিগত তহবিল থেকে সাধ্যমত অনুদান প্রদান করেন।
মন্ডপ পরিদর্শনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ পুত্র ওয়াসিক হোসেন অয়ন, পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন মালু, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপজেলা কমান্ডার নিজাম উদ্দিন, উপজেলা যুবলীগের সহ সভাপতি কামরুজ্জামান উজ্জ্বল, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান পাঠান শওকত, যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আলমসহ স্হানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ