ময়মনসিংহের গৌরীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক নাছিমা পারভীন পাপড়ীর মৃত্যুতে গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শোকসভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জানুয়ারী) বিকেলে স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে এ শোকসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম সহ আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল মুন্নাফ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, আওয়ামী লীগ নেতা মাহফূজ উল্লাহ, ২ নং গৌরীপুর ইউপি চেয়ারম্যান হযরত আলীসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ।