নেত্রকোণা’র বারহাট্টা উপজেলায় রুপগঞ্জ (বাউসী) বাজার বণিক সমিতির প্রথম ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (৯ নভেম্বর) রুপগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।এতে ৫৪২ জন ভোটার ভোট প্রদান করেন।
উক্ত নির্বাচন মোঃ মিজানুর রহমান মিজান কে সভাপতি এবং হাফেজ মোঃ আল-আমিন কে সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটি।
উল্যেখ্য যে বাউসী বনিক সসিতির নির্বাচনে সভাপতি হিসেবে ৫ জন এবং সাধারণ সম্পাদক হিসেবে ৩জন প্রতিদ্বন্দ্বিতা করে।
এবিষয়ে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক দবির হোসেন দুদু গণমাধ্যমকে বলেন বিগত সময়ে এ বাজার কোন নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত হয়নি।৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পরে বাজারের আগের কমিটির লোকজন দায়িত্ব পালন না করায় সকল ব্যবসায়ীদের পরামর্শে একটি স্বচ্ছ নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে প্রথমবারের মত উৎসব মূখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আশাকরি সমগ্র বাংলাদেশে এভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকল কর্যক্রম এগিয়ে যাবে।
ভোট গণনা শেষে প্রার্থীগণ ও উপস্থিত সকলের সামনে রিটার্নিং অফিসার ফারুক ও প্রিসাইডিং অফিসার কামরুজ্জামান ফারুক ফলাফল ঘোষণা করেন।
নির্বাচিত নতুন নেতৃত্ব বাউসী বাজারের ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার ব্যাপারে তাদের প্রত্যয় ব্যক্ত করেন।