বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৭:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ময়মনসিংহ থেকে আটক হল নেত্রকোনা ছাত্রলীগের সভাপতি শাওন। চাকুরি নিয়মিত করণের দাবিতে নেত্রকোনায় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন মদনে কৃষি মেলার উদ্বোধন করেন ইউএনও মোঃ শাহ আলম মিয়া । ভারতে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি নেত্রকোনায় সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ নেত্রকোনায় উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত নেত্রকোণার সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্যসেবায় বিজিবি’র ফ্রি মেডিকেল ক্যাম্প ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বিশ্ব পর্যটন দিবসে গৌরীপুরের সকল প্রাচীন নিদর্শন পুরাকীর্তির তালিকাভুক্ত করার দাবী  ” কাজে দক্ষ,আচরণে মানবিক ওসি মিজানুর রহমান” গৌরীপুরে প্রতিমা ভাংচুর দুষ্কৃতকারী আটক  মদনে ভূমি অফিসের নায়েব রোমানের বিরুদ্ধে ৮০ হাজার টাকা আত্মসাৎ অভিযোগ  মাদ্রাসা কমিটির। 

বোকাইনগরের প্রাচীন ঐতিহ্য: (পর্ব-২) বাসাবাড়ি জমিদারবাড়িতে শ্রীকৃষ্ণ চৌধুরীর ৮ম বংশধর পর্যন্ত জমিদারি

লেখক:  মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার, সাংবাদিক, গবেষক ও ইতিহাস সন্ধানী
  • আপডেটের সময় : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ১৭২ বার পড়া হয়েছে

বোকাইনগরের প্রাচীন ঐতিহ্য: (পর্ব-২) বাসাবাড়ি জমিদারবাড়িতে শ্রীকৃষ্ণ চৌধুরীর ৮ম বংশধর পর্যন্ত জমিদারি

এক সময় কেল্লা বোকাইনগর ও কেল্লা তাজপুর বৃহত্তর ময়মনসিংহের মধ্যে অন্যতম দুইটি প্রধান স্থান ছিল। ধনে, জনে, ঐশ্বর্যে, সভ্যতায় এই দুই স্থানই তখন শ্রেষ্ঠ ছিল। শ্রীকৃষ্ণ চৌধুরী বোকাইনগর দুর্গ বা কেল্লার উপকণ্ঠে বাসাবাড়ি এলাকায় তার বাসস্থান নির্বাচন করলেন। তবে বাসাবাড়ির ইতিহাস অনেক পুরোনো। যার প্রমাণ স্বরূপ বোকাইনগর ইউনিয়নের বিভিন্ন স্থানে বেশ কিছু ঐতিহাসিক স্থাপনা ও নিদর্শন দেখা যায়। বাসাবাড়ির পূর্ব নাম ছিল বাশঁবাড়ি যা কামরুপ শাসনামল হতে নামটি ব্যবহৃত হয়ে আসছিল। পরবর্তী ব্রাহ্মণ জমিদারগণ বাশঁবাড়ি নামটি পরিবর্তন করে নাম রাখেন বাসাবাড়ি।  ‘ বাসাবাড়ি ছিল ব্রাহ্মণ জমিদার পরিবারের প্রতিষ্ঠাতা  শ্রী কৃষ্ণ চৌধুরীর ২য়  রাজবাড়ি’ যা এক সময়ে মোমেনসিং পরগণার প্রধান কানাগুর কাযালয় হিসেবে ব্যবহৃত হয়েছিল। ৩০০ বছর আগে নির্মাণ করা জমিদার বাড়িটি এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ইতিহাসে জানা গেছে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার অন্তর্গত বোকাইনগর ইউনিয়নে বাসাবাড়ি নামে রাজবাড়িটি ১৭১৮ সালে প্রতিষ্ঠিত হয়। অন্যদিকে শ্রীকৃষ্ণ চৌধুরীর ১ম বা প্রধান রাজবাড়িটি খোঁজার জন্য  প্রাচীন মানচিত্র সংগ্রহ ও গবেষণার মাধ্যমে অনুসন্ধানের কাজ করছে এসিক এসোসিয়েশন , ক্রিয়েটিভ সন্ধানী বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবসহ বেশ কয়েকটি সংগঠন। সংগঠনের মাধ্যমে অজানাকে জানার জন্য ইতিহাসের অপ্রকাশিত অধ্যায়, তথ্যসূত্র, জনশ্রুতি, প্রাচীন মানুষের কথা,  ঝরেপড়া অপ্রকাশিত তথ্য সংগ্রহ, প্রাচীন দুর্লভ তথ্য ও প্রাচীন মানচিত্র সংগ্রহ ও গবেষণার মাধ্যমে আপডেট ইতিহাস রচনা করা হয়ে থাকে। অনুসন্ধান করে জানা গেছে ছোট-বড় চারটি পরগনার জায়গিদার রাজা শ্রীকৃষ্ণ চৌধুরীর পৈত্রিক রাজবাড়িটি বগুড়ার আদমাদিঘী উপজেলার অন্তর্গত কড়ই গ্রামে  অবস্থিত । ১৭৫৭ কিংবা ১৭৫৮ খ্রিস্টাব্দে কড়ই গ্রামে  শ্রীকৃষ্ণ চৌধুরীর মৃত্যুর পর রাজবাড়িটি জনশূন্য হয়ে যায়। প্রায় ৪০০ বছরের  কয়েকটি পুরনো ঐতিহাসিক ধ্বংশাবশেষ এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। গৌরীপুরের রামগোপালপুরের জমিদার শ্রী শৌরীন্দ্র কিশোর রায় চৌধুরী তার জীবদ্দশায় অর্থাৎ শত বছর আগে কড়ই গ্রামে তৎকালীন জমিদারদের সুবৃহৎ বাসভবনের ভগ্নাবশেষ বিপুল সমৃদ্ধির পরিচয় দিচ্ছিল। গবেষণায় দেখা গেছে শ্রীকৃষ্ণ চৌধুরীর দুই তরফের চার ছেলে ফকির মজনু শাহ-এর অত্যাচার ও বিদ্রোহী জমিদার মীর সাহেবের শত্রুতাবশত বগুড়ার আদমদিঘীর কড়ই গ্রাম ত্যাগ করে জামালপুর জেলা অন্তর্গত জাফরশাহী পরগনার কৃষ্ণপুর গ্রামে (বর্তমান জেলা শহর)  তরফ রায়চৌধুরীর রাজপরিবার এবং মালঞ্চ গ্রামে (বর্তমান মেলান্দহ উপজেলায়) তরফ চৌধুরীর রাজপরিবার বসবাস করতে শুরু করেন। পরবর্তীতে শ্রীকৃষ্ণ চৌধুরীর বংশের একটি শাখা যেমন তার কনিষ্ঠ ছেলে লক্ষীনারায়ণ ও লক্ষীনারায়ণের তিন ছেলে শ্যামচন্দ্র, গোবিন্দ চন্দ্র ও রুদ্রচন্দ্র গৌরীপুরের বোকাইনগর কেল্লার উপকন্ঠে ঐ বাসাবাড়িতে বাস করে পূর্বপুরুষের বাসস্থান নির্বাচনের গৌরব অক্ষুণ্ণ রেখেছিলেন

 
রাজা শ্রীকৃষ্ণ চৌধুরীর পূর্বে দত্তনন্দীবংশীয়রা মোমেনসিং পরগনার জায়গিদার ছিলেন: 
ইতিহাসের পাতা ঘাটলে দেখা যায়, সুলতান আলাউদ্দীন হোসেন শাহ-এর জ্যেষ্ঠপুত্র নুসরত শাহ এবং জঙ্গলবাড়ির দেওয়ান বংশের প্রতিষ্ঠাতা  ঈশা খাঁ পূর্বে এই মোমেনশাহী পরগনার অধিকারী ছিলেন। ১৬০৯ সালে ঈশা খাঁর তৃতীয় শক্তিধর খাজা উসমান খাঁ বোকাইনগর ত্যাগ করার পর অত্র পরগনার সব কিছু মুঘলদের অধীনে চলে যায়। কালক্রমে ঈশা খাঁর অনুসারী রোমান্টিক হিরু খাজা উসমান খাঁ লোহানী, মুঘল দেওয়ানগণ এবং  সপ্তদশ শতাব্দীতে এই জমিদারি নেত্রকোণার আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়ন অন্তর্গত মঙ্গলসিদ্ধ গ্রাম নিবাসী দত্ত বংশীয়দিগের অধিকারগত হয়। দত্ত বংশীয়েরাই কিছুদিন পরগণার অধিকারী ছিলেন। কালক্রমে কেন্দুয়ার রামপুরের নন্দী বংশীয় কোন ব্যক্তি দত্ত বংশে বিবাহ করে বিবাহের যৌতুক স্বরূপ ঐ জমিদারির ছয় আনা অংশ প্রাপ্ত হন।রাজস্ব বাকি পড়ার কারণ দেখিয়ে দত্তনন্দীদের বিশ্বস্ত মোক্তার ভৃগুরাম দেব কিছুদিনের জন্য সময় চেয়ে নেন মুর্শিদাবাদের রাজস্ব বিভাগ থেকে। কিন্তু খাজনা পরিশোধ করা আর সম্ভব হয় না। এভাবে খাজনা বাকি পড়ে প্রায় দুই বছরের। সম্পত্তির বিভাগ লইয়া কেল্লা বোকাইনগরের শাসনকর্তার নিকট ৩/৪ জন অংশীদার আবেদনও করলেন।পরিবারের সবাই একত্রিত হয়ে খাজনার অর্থ জোগাড় করেন। প্রয়োজনীয় প্রহরীসহ তা নৌকাযোগে পাঠানো হয় মুর্শিদাবাদে। কিন্তু পথেই সে অর্থ লুটে নেয় দস্যুরা।ঘটনার সত্যতার অনুসন্ধানের জন্য নবাবকে অনুরোধ করাইলেন। খাজনা লুটের খবর মুর্শিদাবাদে পৌঁছার পর নবাব ভাবতে থাকেন, তাকে ফাঁকি দিতেই লুটের নাটক সাজানো হয়েছে। তবু মোক্তার ভৃগুরাম অনেক অনুনয়-বিনয় করে একটি তদন্তের ব্যবস্থা করেন। তদন্তের দায়িত্ব পড়ে ময়মনসিংহ প্রদেশের বোকাইনগর কেল্লার অধিকর্তা মুজা বাখর ওয়াদ্দেদার ওপর। তদন্ত শেষে তিনি নবাবকে জানান, দত্তনন্দী বংশীয় জমিদারদের মধ্যে আত্মকলহ বিদ্যমান। স্বার্থ-চিন্তা ও গৃহ-বিবাদের অগ্নিতে দত্তনন্দী বংশীয়দের সুখশান্তি ভস্মীভূত এবং তাদের জমিদারি বাজেয়াপ্ত হয়। সিন্ধা পরগণার মুসলমান জমিদার বড়ই কর্মদক্ষ ও বিশ্বাসী। তিনি মোমেনসিং পরগণার কর আদায়ের ভার গ্রহণ করতে পারবে। কেল্লাদারের অনুরোধ ক্রমে নবাব মুর্শিদকুলি খাঁ  সিন্ধা পরগণার আদায় অনাদায়ের হিসাব দেখে উক্ত জমিদারকে অনুপযুক্ত বলে মনে করলেন; এবং একটি বিদ্রোহ দমনের পুরস্কার স্বরূপ শ্রীকৃষ্ণকে মোমেনসিং পরগণার চৌধুরী পদে প্রতিষ্ঠিত করলেন।  বোকাইনগর যাওয়ার উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ তলাপাত্র ‘চৌধুরী’ উপাধিতে ভূষিত হয়ে নূতন জমিদারি অভিমুখে যাত্রার উদ্যোগ গ্রহণ করলেন।
শ্রীকৃষ্ণ চৌধুরীর মৃত্যুর পর জমিদারি সম্পত্তি চার আনা করে চার ভাগে বিভক্ত:
তরফ করৈ শেলবর্ষ পরগনা (বগুড়া), ছিন্দাবাজু পরগনা (বগুড়া), জাফরশাহী পরগনা (জামালপুর), মোমেনসিং পরগনা (পূর্ব ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ) এই চার পরগনার জমিদার ছিলেন শ্রীকৃষ্ণ চৌধুরী। গৌরীপুরের বারেন্দ্র ব্রাহ্মণ জমিদারদের প্রতিষ্ঠাতা শ্রীকৃষ্ণ চৌধুরী বগুড়ার কড়ই রাজবাড়িতে দুই বিয়ে করেছিলেন। আদমদিঘি উপজেলার কড়ই রাজবাড়িতে তার প্রথম ও দ্বিতীয় স্ত্রীর গর্ভজাত সন্তানরা আগে থেকেই পৃথকভাবে বসবাস করতেন। তারা পৃথক বাড়িতে থাকলেও শ্রীকৃষ্ণ চৌধুরীর মৃত্যুর আগে বিষয় সম্পত্তি অবিভক্ত ছিল। জমিদারির শাসন, সংরক্ষণ, তদারকি একযোগে হতো। জমিদারির দাপ্তরিক কাজও একত্রেই হতো। পরে ভ্রাতৃবিরোধ ও আত্মকলহে এই পরিবারের বন্ধন পৃথক হয়ে যায়। শ্রীকৃষ্ণ চৌধুরীর মৃত্যুর পর কৃষ্ণকিশোর, কৃষ্ণগোপাল, গঙ্গানারায়ণ ও লক্ষ্মীনারায়ণ এই চার ভাই সমস্ত সম্পত্তির অধিকারী হন। চার ভাইয়ের মধ্যে দু’টি তরফ গঠিত হয়েছিল- প্রথম তরফ রায়চৌধুরী হিস্যা ও দ্বিতীয় তরফ চৌধুরী হিস্যা। এই সব উদাহরণ থেকে স্পষ্টই উপলদ্ধ হয় যে, শ্রীকৃষ্ণ চৌধুরীর জমিদারির ১৬ আনা বা ৩২০ গন্ডার মধ্যে কৃষ্ণগোপাল রায়চৌধুরীর অংশ হিসেবে গৌরীপুর জমিদারির চার আনা বা ৮০ গন্ডা, কৃষ্ণকিশোর রায়চৌধুরীর অংশ হিসেবে রামগোপালপুর জমিদারির চার আনা বা ৮০ গন্ডা, গঙ্গানারায়ণ চৌধুরীর অংশ হিসেবে কালীপুর জমিদারির চার আনা বা ৮০ গন্ডা এবং লক্ষ্মীনারায়ণ চৌধুরীর অংশ হিসেবে বোকাইনগর জমিদারির চার আনা বা ৮০ গন্ডা হিসাব করে পৃথক হয়েছিল। প্রসঙ্গক্রমে যুগল কিশোরের কথা উল্লেখ করা যায়। প্রয়াত কৃষ্ণগোপালের দত্তকপুত্র জমিদার যুগলকিশোর রায় চৌধুরী জাফরশাহী পরগনা অর্থাৎ জামালপুরের কৃষ্ণপুর হতে (ইংরেজি ১৭৬৫ সাল হতে ১৭৭০ সাল পর্যন্ত) জমিদারি করে আসছিলেন। ১৭৭০ সালের মহামারী অর্থাৎ বাংলা ছিয়াত্তরের মন্বন্তরের ফলে তিনি জাফরশাহী পরগনা ছেড়ে মোমেনসিং পরগণায় এসে গৌরীপুর নাম দিয়ে একটি নতুন শহর বা বন্দর প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে (১৭৭৪ খ্রিস্টাব্দের পর) প্রথম তরফ রায়চৌধুরী হিস্যার সম্পত্তি সমান দু’ভাগে বিভক্ত হয়ে একাংশ গৌরীপুর রাজবাড়ি ও অপরাংশ রামগোপালপুর জমিদারবাড়ি সৃষ্টি হয়। একইভাবে দ্বিতীয় তরফ চৌধুরী হিস্যার সম্পত্তি সমান দু’ভাগে বিভক্ত হয়ে একাংশ কালীপুর জমিদারবাড়ি ও অপরাংশ বোকাইনগর বাসাবাড়ি জমিদারি সৃষ্টি হয়। জমিদার শ্রী শৌরীন্দ্র্রকিশোর রায়চৌধুরীর ১৯১১ সালে প্রকাশিত ‘ময়মনসিংহের বারেন্দ্র ব্রাহ্মণ জমিদার’ গ্রন্থে বোকাইনগর বাসাবাড়ির সংক্ষিপ্ত বিবরণের কথা উল্লেখ রয়েছে। শ্রীকৃষ্ণ চৌধুরীর কনিষ্ঠ ছেলে লক্ষ্মীনারায়ণ চৌধুরীর সম্বন্ধে তার কিছু উদ্ধৃতি দেওয়া হলো- “লক্ষ্মীনারায়ণ চৌধুরী মালঞ্চায় কিছুদিন বাস করিয়া তৎপরে পিতা শ্রীকৃষ্ণ চৌধুরীর বাসা বাটিতে বাস করিতে লাগিলেন, ঐ গৃহই তাহার পুত্র পৌত্রগণের কল-নিনাদে পরিপূর্ণ হইল। তিনি পিতৃ-বর্তমানেই বিষয় কার্যের ভার গ্রহণ করিয়া দক্ষতার সহিত জমিদারি শাসন সংরক্ষণ করিতে লাগিলেন।…….লক্ষ্মীনারায়ণ চৌধুরী ভবানী দেবীর পাণিগ্রহণ করেন। তাহার শ্যামচন্দ্র, গোবিন্দচন্দ্র ও রুদ্রচন্দ্র চৌধুরী নামে তিন পুত্র জন্মে। লক্ষ্মীনারায়ণের বাসাবাড়িতেই দেহত্যাগ হইয়াছিল।”
 
প্রতাপশালী জমিদার যুগলকিশোরের মাধ্যমে মোমেনসিং পরগনার নাম দিয়ে ময়মনসিংহ জেলার নামকরণঃ
জমিদার শ্রীশৌরীন্দ্র্রকিশোর রায়চৌধুরীর ১৯১১ সালে প্রকাশিত ‘ময়মনসিংহের বারেন্দ্র ব্রাহ্মণ জমিদার’ গ্রন্থে ‘ময়মনসিংহ’ শব্দটি দু’টি অর্থে ব্যবহার করেছিলেন – এক, ময়মনসিংহ জেলা দুই, ময়মনসিংহ পরগনা। উদাহরণস্বরূপ তার বিখ্যাত বইটির নামকরণ নিয়ে অনেকেই বিভ্রান্ত পড়েছেন। বর্তমান সময়ে পুরাতন ডিজিটাল মানচিত্র প্রকাশিত হওয়ার পর বিশাল বিশাল মানচিত্র এখন হাতের মুঠোর মধ্যে এসে পৌঁছেছে; যা এক সময়ে ব্রিটিশ বা আমেরিকান জাদুঘরে গিয়ে দেখতে হতো। রেনেলের মানচিত্র ঘাটলে দেখা যায় যে কোন কোন এলাকা নিয়ে ময়মনসিংহ ( মোমেনসিং) পরগনা, জাফরশাহী পরগনা, আলাপসিং পরগনা, হোসেনশাহী পরগনা, সুসং পরগনা ইত্যাদি। পরগনার সীমানা বা আয়তনের পরিমাপ দিক দিয়ে বৃহত্তর ময়মনসিংহ জেলার সাথে তুলনা করলে দেখা যায় যে, ময়মনসিংহ পরগনার আয়তন এবং বৃহত্তর ময়মনসিংহ জেলার আয়তনের দিক দিয়ে অনেক তফাৎ রয়েছে। কিন্তু মানচিত্র না ঘাটলে সে তফাৎ সহজে বুঝা যাবে না। পাঠক শ্রেণী শুধু ময়মনসিংহের ইতিহাসের বই পড়লে ,মনে করতে পারে ‘পরগনা ময়মনসিংহ’ মানে বৃহত্তর ময়মনসিংহ। ১৭৮৭ সালের ১ মে ময়মনসিংহ জেলা গোড়াপত্তনের সময় সমগ্র ময়মনসিংহ অঞ্চলের নাম ছিল ‘মোমেনসিং জেলা’ এবং ব্রহ্মপুত্র নদের পূর্ব পাড়ে ছিল মোমেনসিং পরগনা, হোসেনশাহী পরগনাসহ অন্যান্য পরগনা, যা পূর্বে উল্লেখ করা হয়েছে। বৃহত্তর মোমেনসিং জেলা গোড়াপত্তনের আগে এ অঞ্চলের এর পূর্ব নাম ছিল ‘সরকার বাজুহা’ (মুঘল আমলে ৩২ পরগনা নিয়ে গঠিত হয়েছিল)। ‘সরকার বাজুহার’ এর  পূর্ব নাম ছিল নাসিরাবাদ প্রদেশ। ৫০০ বছর আগে নাসিরাবাদ প্রদেশের রাজধানী ছিল কেন্দুয়া অথবা তাড়াইল উপজেলায়। তাছাড়াও ইংরেজ আমলে ময়মনসিংহ জেলার প্রধান শহরের নাম ছিল নাসিরাবাদ, তখন এই শহরে ছিল নাসিরাবাদ পৌরসভা ও নাসিরাবাদ রেল স্টেশন । জমিদার শ্রী শৌরীন্দ্র্রকিশোর রায়চৌধুরীর গ্রন্থ থেকে ময়মনসিংহ বিষয়ে কিছু উদ্ধৃতি দেওয়া হলো- “ঐ সময় শ্রীকৃষ্ণ চেীধুরী সরকার বাজুহার অন্তর্গত ময়মনসিংহ পরগনা প্রাপ্ত হইলেন। ঐ বৃহৎ পরগণা পূর্বে  মোমিনসাহী নামে অভিহিত হইত।” এখানে ‘মোমিনসাহী’ মানে মোমেনশাহী পরগনা বোঝানো হয়েছে। ইতিহাসের পাতায় উল্লেখ্যযোগ্য যে, নবাবের অধীনে চারটি পরগনার জমিদার শ্রীকৃষ্ণ চেীধুরীর প্রথম তরফ রায়চৌধুরী হিস্যার দুই পুত্র কৃষ্ণকিশোর এবং কৃষ্ণগোপাল নিঃসন্তান থাকায় পলাশী যুদ্ধের পরে কৃষ্ণগোপাল দত্তক নিয়েছিলেন মাধবী তথা আলেয়ার গর্ভজাত সন্তান নবাব সিরাজপুত্রকে। তখন দত্তক পুত্রের বয়স ছিল ৬ বছর। নবাব সিরাজের পুত্রের নয়া নামকরণ হয় যুগলকিশোর রায়চৌধুরী। জাফরশাহী পরগনায় অর্থাৎ জামালপুর জেলা সদরের কৃষ্ণপুর নামক মৌজায় বা গ্রামে জমিদার কৃষ্ণকিশোর রায়চৌধুরী এবং তার ভাই কৃষ্ণগোপাল রায়চৌধুরী পরলোকগমন করেন। বাবা ও জ্যাঠামশাইয়ের মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে পিতামহ প্রয়াত শ্রীকৃষ্ণ চৌধুরীর জমিদারির অংশ হতে ৮ আনা বা ১৬০ গন্ডার জমিদারির অধিকারী হয়েছিলেন নবাব সিরাজ-উদ-দৌলার বংশ যুগলকিশোর রায়চৌধুরী।  প্রায় দশ বছর ধরে জামালপুর ও গৌরীপুরে জমিদারি করার পর কৃষ্ণকিশোরর দুই বিধবার সঙ্গে  মামলায় জড়ান যুগলকিশোর। ১৭৭৪ সালে এই মামলার রায়ে কৃষ্ণকিশোরর চার আনা অংশ হেরে জান যুগলকিশোর । ফলে ১৭৭৭ সালে সৃষ্টি হয় রামগোপালপুর জমিদার বাড়ি।  যুগলকিশোর রায় চৌধুরী অত্যন্ত বুদ্ধিমান এবং পরাক্রান্ত ব্যক্তি ছিলেন। বিষয়-বুদ্ধি, রাজনীতি, সমরনীতি প্রভৃতিতে তার মতো প্রতিভাবান ও তেজস্বী পুরুষ সেইসময়ে অতি নগন্য ছিল। তার প্রতাপে ”বাঘে মহিষে এক ঘাটে জল খাইত”। জনগণ তাকে যমের মতো ভয় করতো। তার অঙ্গুলি হেলানে সমগ্র পরগনা চলতো।  ১ মে ১৭৮৭ সালে মোমেনসিং জেলা প্রতিষ্ঠিত হয়। ১৭৮৭ সালে বন্যা ও ভূমিকম্পে বাইগনবাড়ি শহরের ৯০ ভাগ ধ্বংস হওয়ার পর ইংরেজরা নতুন শহর তৈরী করার জন্য জরিপ কাজ শুরু করেন। তখনও আলাপসিং পরগনায় নাসিরাবাদ শহর প্রতিষ্ঠিত হয়নি। ইতিহাসের পাতা ঘাটলে দেখা যায় যে, তখনকার প্রতাপশালী জমিদার যুগলকিশোরের আমলে একটি উপ-প্রদেশ হিসেবে কয়েকটি অঞ্চলসহ একটি নতুন জেলা নামকরণ হিসেবে মোমেনসিং পরগনার নামানুসারে প্রতিষ্ঠিত হয় বৃহত্তর ময়মনসিংহ । আলাপসিং পরগনার প্রাচীন শহর বাইগনবাড়িতে ইংরেজদের বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান ও রাজস্ব আদায়ের লক্ষ্যে কালেক্টর অফিস প্রতিষ্ঠিত হয়। ব্রিটিশ সরকার প্রশাসনিক সুবিধার জন্য বাংলার বিভিন্ন এলাকাকে জেলায় বিভক্ত করেন। ইংরেজদের পেশা-পদবী, চিঠি, তারিখসহ অফিসিয়্যাল ডকুমেন্ট থেকে ময়মনসিংহের ইতিহাস আরও সুস্পষ্ট তথ্য পাওয়া যায়। তখন জেলা কালেক্টর ডব্লিউ রটন ( W Wroughton, Collector of Momensing) সঙ্গে যুগলকিশোরের খুব  বন্ধুত্বপূণ সম্পর্ক ছিল।
 

পরবর্তীতে বোকাইনগর বাসাবাড়ি এস্টেট বা জমিদারির মালিক ছিলেন লক্ষ্মীনারায়ণ চৌধুরী

শ্রীকৃষ্ণ চৌধুরীর দ্বিতীয় তরফ চৌধুরীর হিস্যার সম্পত্তি সমান দু’ভাগে বিভক্ত হওয়ার পর বোকাইনগর বাসাবাড়ি এস্টেট বা জমিদারির মালিক ছিলেন লক্ষ্মীনারায়ণ চৌধুরীর তিন ছেলে। ১৭৭০ সালে জামালপুর সদর হতে দত্তক ভ্রাতুষ্পুত্র যুগলকিশোর রায়  চৌধুরী  মোমেনসিং পরগনার এজমালি সম্পত্তির গৌরীপুর রাজবাড়িতে চলে আসার আগে লক্ষ্মীনারায়ণ চৌধুরী জামালপুরের মেলান্দহ উপজেলার অন্তর্গত মালঞ্চ  রাজবাড়ি ত্যাগ করে গৌরীপুরের বোকাইনগরে অবস্থিত পিতার নির্মিত বাসাবাড়িতে চলে আসেন। পরবর্তীতে এই বাসাবাড়ি হতে আরো তিনটি রাজবাড়ি প্রতিষ্ঠিত হয়।
লক্ষ্মীনারায়ণ চৌধুরীর মৃত্যুর পর শ্যামচন্দ্র, গোবিন্দচন্দ্র ও রুদ্রচন্দ্র তিন ছেলে পিতার সম্পত্তির অধিকারী হয়ে কিছুদিন একত্রে ছিলেন। পরে ভ্রাতৃবিরোধ ও আত্মকলহে এই পরিবারের বন্ধন পৃথক হয়ে যায়। শ্যামচন্দ্র চৌধুরী পৃথকভাবে বাসাবাড়ির কাছেই বাসস্থান তৈরি করে বসবাস শুরু করেন। গোবিন্দচন্দ্র চৌধুরী বোকাইনগর বাসাবাড়ি হতে দুই কিলোমিটার উত্তরে অবস্থিত গোলোকপুর স্থানে বাসস্থান তৈরি করে চলে আসেন। রুদ্রচন্দ্র চৌধুরী বাসাবাড়িতেই রইলেন।

বোকাইনগর বাসাবাড়ির জমিদার রুদ্রচন্দ্র চৌধুরী


জমিদার রুদ্রচন্দ্র চৌধুরীর তিন পুত্র ও তিন কন্যার জনক ছিলেন। কন্যারা হলেন গোলকমণি, কমলমণি ও কুমারী দেবী। গোলকমণি ও কমলমণি অবিবাহিতা অবস্থাতেই পরলোক গমন করেন। তিন পুত্র হলেন হরচন্দ্র চৌধুরী, ভৈরবচন্দ্র চৌধুরী ও কেশবচন্দ্র চৌধুরী। কেশব চন্দ্র চৌধুরীকে রামগোপালপুর জমিদারবাড়ির প্রয়াত রামকিশোর রায়চৌধুরীর বিধুবা স্ত্রী জগদীশ্বরী দেবী দত্তকপুত্ররূপে গ্রহণ করেন এবং দত্তকপুত্রকে কালীকিশোর রায় চৌধুরী নাম রাখেন। এই দত্তক প্রদানের বিনিময়ে রুদ্রচন্দ্র চৌধুরী বগুড়ার কড়ই (করৈ) গ্রামে তাদের আদি রাজবাড়ির এজমালি সম্পত্তি হতে ২ (দুই) আনা অংশ জগদীশ্বরী দেবীর নিকট হতে প্রাপ্ত হন। গুরুচরণ সান্যাল নামে এক রাজপুত্র রুদ্রচন্দ্র চৌধুরীর কন্যা কুমারী দেবীকে বিয়ে করে একটি জমিদারির তালুকপ্রাপ্ত হয়েছিলেন। কুমারী দেবীর গর্ভে  মহেশচন্দ্র সান্যাল ও কৃষ্ণচন্দ্র সান্যাল নামে দুই পুত্র জন্মগ্রহণ করেন। রুদ্রচন্দ্র চৌধুরীর পৌত্র (কন্যার দিকে নাতি) কৃষ্ণচন্দ্র সান্যাল ডৌহাখলায় এসে তিনি বাসস্থান নির্মাণ করেন এবং পরে তিনি ডৌহাখলা জমিদারির গোরাপত্তন করেন। কৃষ্ণচন্দ্র সান্যালই ছিলেন ডৌহাখলার প্রথম জমিদার।

হরচন্দ্র ও ভৈরবচন্দ্রের বিভাগ :

রুদ্রচন্দ্র চৌধুরীর মৃত্যুর পর উভয় ভ্রাতা হরচন্দ্র চৌধুরী ও ভৈরবচন্দ্র চৌধুরী  কিছুদিন একত্রে ছিলেন। পরে ভ্রাতৃবিরোধ ও আত্মকলহে এই পরিবারের বন্ধন পৃথক হয়ে যায়। ভৈরবচন্দ্র চৌধুরী ১আনা ৬ গন্ডা ২ কড়া ২ ক্রান্তি অংশ প্রাপ্ত হয়ে বাসাবাড়ির হতে আধা কিলোমিটার পশ্চিমে অবস্থিত ভবানীপুর গ্রামে বাসস্থান তৈরি করে চলে আসেন। হরচন্দ্র চৌধুরী ১ আনা ৬ গন্ডা ২ কড়া ২ ক্রান্তি অংশ সম্পত্তির অধিকার প্রাপ্ত হয়ে বাসাবাড়িতেই রইলেন। হরচন্দ্র চৌধুরী খুব অমিতব্যয়ী ও বিলাসপ্রিয় জমিদার ছিলেন।  তিনি বুদ্ধিমান হলেও জমিদারি কাজে অলস প্রকৃতির ছিলেন।। সম্পত্তি রক্ষার জন্য তার ইচ্ছা ছিল, কিন্তু চেষ্টা ছিল না। জমিদারির পরিচালনার ক্ষেত্রে তিনি সম্পূর্ণ অনভিজ্ঞ ছিলেন। নিজে জমিদারির কাজে নবাবের মত পরিদর্শন করতেন, কিন্তু কর্মচারীগণই জমিদারির একমাত্র কর্ণধার বা কান্ডারী ছিল। আয় ব্যয় যে কিরূপ তা তিনি জানতেন না। বহু দূর থেকে নর্তকী ও গায়িকা আনা হতো, তাতে তার অনেক অর্থ ব্যয় হতো। এরূপ কথিত আছে যে, প্রতি বছর শারদীয় দুর্গা পূজা ও কালীপূজা উপলক্ষে বন্য মহিষ ধরে বলি দেওয়া হতো। তিনি এরূপ অসাধারণ  ছিলেন যে, বন্য মহিষ ধরে আনা হলে তিনি একাই তাকে স্নান করিয়ে উৎসর্গার্থে নিয়ে যেতেন। তার হাত থেকে বন্য মহিষ মুক্তিলাভ করার জন্য বল প্রয়োগ করেও অকৃতকার্য হতো।

হরচন্দ্র চৌধুরীর উদ্ভূত  বিলাসিতার দৃষ্টান্ত :

হরচন্দ্র চৌধুরী একটি বিস্তৃত বাগান তৈরী করে তাতে ফজলি, নেংড়া প্রভৃতি সুমিষ্ট আমের বৃক্ষ রোপণ করিয়েছিলেন। বৃক্ষ রোপণ করিয়ে দশ পনের দিন পর পর আবার তা তুলিয়ে দেখতেন যে ইহার মূল কতদূর পর্যন্ত বিস্তৃত হইয়েছিল। এইরূপে বার বার তুলিয়ে দেখার কারণে বৃক্ষ বিনষ্ট হয়ে যেতো। আম ফলের মিষ্টি বাড়ানোর জন্য  তিনি ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলা হতে নৌকা যোগে মৃত্তিকা আনাইতেন। ময়মনসিংহের মাটিতে আম ফল ভাল হয় না এবং অধিকাংশ আমের মধ্যে পোকা জন্মে এই জন্য দূরদেশ হতে মাটি এনে বাগান পূর্ণ করেছিলেন। তার বিলাসিতা সম্বন্ধে আরও অনেক প্রবাদ প্রচলিত আছে। তার অনেক পালিত হাতী ছিল, সেই সকল হাতীকে তিনি স্বর্ণ রৌপ্যের অলঙ্কার দ্বারা ভূষিত করতেন। যদি তা কোথাও পিছলে পড়ে গেলে অথবা অলঙ্কারসহ হাতী পালিয়ে যেত, তা হলে তিনি পুনরায় অলঙ্কার পাওয়ার চেষ্টা করতেন না, এর পরিবর্তে নূতন অলঙ্কার তৈরী করে দিতেন। তিনি বলিতেন, “হস্তীর দেহ ভ্রষ্ট অলঙ্কার দরিদ্রের প্রাপ্য।”  জমিদার শ্রী শৌরীন্দ্র্রকিশোর রায়চৌধুরীর ১৯১১ সালে প্রকাশিত ‘ময়মনসিংহের বারেন্দ্র ব্রাহ্মণ জমিদার’ গ্রন্থে বোকাইনগর বাসাবাড়ির সংক্ষিপ্ত বিবরণের কথা উল্লেখ রয়েছে। জমিদার হরচন্দ্র চৌধুরীর সম্বন্ধে তার কিছু উদ্ধৃতি দেওয়া হলো- “তাহার পুষ্করিণীতে যে সমস্ত রুই, কাতলা, মৎস্য ছিল তাহাদের নাকে তিনি স্বর্ণ নির্মিত নথ পরাইয়া দিয়াছিলেন। তাহার পুষ্করিণীতে কেহ মাছ ধরিতে পারিতেন না, এমনকি স্নানও করিতে পারিতেন না। তাহার বাটির নিকটে যে সমস্ত ভূমি ছিল সেই সকল ভূমির আল তিনি কাটা কম্পাস দ্বারা ঠিক সোজা করিয়া দিতেন। ওই সমস্ত জমি এখনও দৃষ্টিগোচর হয়। বাঁশের ঝাড়ও ছাঁটিয়া কাটিয়া সুদৃশ্য করিতেন। নিজের পরিচ্ছদাদির পারিপাট্যও যথেষ্ট ছিল। তিনি বহুমূল্য বস্ত্রই পরিধান করিতেন, সাধারণ লোকের ব্যবহার যোগ্য বস্ত্রাদি কিছুতেই পরিধান করিতেন না। নিজের বাসগৃহটি বহুদিনের চেষ্টায় অতি সুন্দররূপে গঠিত করিয়াছিলেন। এরূপ শুনা যায় যে, গৃহটি ক্রমে আট দশ বার ভাঙিয়া তৎপর মনোমত করিয়াছিলেন।”

ময়মনসিংহ পরগনা ও জাফরশাহী পরগনায় ভিন্ন পরগনার জমিদারগণের প্রবেশ ও অধিকার লাভ :

হরচন্দ্র চৌধুরীর এত অপব্যয়, ঋণ তার নিত্য সহচর। অপ্রয়োজনীয় ব্যয়ের কারণে হরচন্দ্র অচিরেই ঋণের জালে জড়িয়ে পড়লেন এবং ঋণ পরিশোধের নিমিত্ত সম্পত্তির কিছু অংশ বিক্রয় করতে বাধ্য হলেন। তখনকার সময়ে ময়মনসিংহ ও জাফরশাহী পরগণাতে শ্রীকৃষ্ণ চৌধুরীর বংশধর ব্যতীত অন্য কোন পরগনার জমিদারদের ভূমি বা তালুক অথবা মৌজার অধিকার  ছিল না; কিন্তু হরচন্দ্র চৌধুরীর বিক্রিত জমিদারি ক্রয় করলে ভিন্ন পরগণার জমিদারগণ ময়মনসিংহ পরগনা ও জাফরশাহী পরগনায় কিছু ভূমির মালিক অধিকার লাভ করেন।

হরচন্দ্রের পারিবারিক অবস্থা , সৎকার্য ও পরলোক গমন :

মহাসমারোহে শৈলপাড়ান নিবাসী রামসুন্দর চক্রবর্তীর মেয়ে জয়দুর্গা দেবীর সঙ্গে হরচন্দ্র চৌধুরীর বিয়ে সম্পন্ন হয়।
তার গর্ভে রামচন্দ্র ও কালীশ্চন্দ্র নামক দুই পুত্র জন্মগ্রহণ করেন। পিতার জীবিতকালেই কালীশ্চন্দ্র অকালে মৃত্যুমুখে পতিত হন। জমিদার হরচন্দ্র চৌধুরীর একমাত্র পুত্র রামচন্দ্র চৌধুরীর বিবাহ অতি ধুমধামের সাথে সম্পাদন করেন। দেশ বিদেশের বহু ব্রাহ্মণ পণ্ডিত রামচন্দ্র চৌধুরীর বিবাহে আমন্ত্রিত হয়ে হয়েছিলেন। হরচন্দ্র চৌধুরী ছিলেন উদার ,উচ্চমনা, নম্র এবং বিনয়ী। তিনি যদিও অপব্যয়ে বহু অর্থ ব্যয় করতেন কিন্তু সৎকার্যে ও সদনুষ্ঠানে তিনি কৃপণতা প্রকাশ করতেন না। অতিথি সমাদর ও দীন দরিদ্রকে দান তার স্বভাবসিদ্ধ গুণ ছিল। হরচন্দ্র চৌধুরী একমাত্র পুত্র সন্তান রামচন্দ্রকে রেখে যথাসময়ে পরলোক গমন করেন।

 শ্রীকৃষ্ণ চৌধুরীর বংশের পঞ্চম পুরুষ রামচন্দ্র চৌধুরীর সংযত জীবনযাপন ঃ

হরচন্দ্র চৌধুরীর মৃত্যুর পর তার একমাত্র পুত্র রামচন্দ্র চৌধুরী পিতৃত্যক্ত সম্পত্তির ওপর অধিকার লাভ করেন। পিতার ঋণের বোঝা কাঁধে নিয়ে রামচন্দ্র চৌধুরী ধীরগতিতে জমিদারি কাজে যোগ দিলেন। তিনি বুদ্ধিমান, ন্যায়নিষ্ঠ, শ্রমপটু ও কর্ম-কুশল ছিলেন। খরচ কমিয়ে মিতব্যয়ী হওয়ার পরেও তিনি উন্নতির পথে অগ্রসর হতে পারেন নাই। পিতার ঋণের বোঝা তার উন্নতির প্রধান অন্তরায় হয়েছিল। ঋণ পরিশোধেই তার সমস্ত শক্তি, শ্রম ও কর্মজীবন ফুরিয়ে গিয়েছিল
রামচন্দ্র অতিশয় ধর্মনিষ্ঠ ও শান্তিপ্রিয় জমিদার ছিলেন। লোকের দুঃখ দুর্দশা দেখলে তিনি তাদের প্রতি বড়ই স্নেহশীল, বড়ই দয়ালু ছিলেন। তার বিনয় ও অমায়িকতার গুণে তিনি অল্পদিন মধ্যেই জনগণের বিশেষ প্রীতিলাভ করেছিলেন। রামচন্দ্রের দেহ অতিশয় বিশাল ও বলিষ্ঠ ছিল। তার শারীরিক শক্তি সম্বন্ধে অনেক প্রবাদ বাক্য প্রচলন রয়েছে।

রামচন্দ্র চৌধুরীর পারিবারিক অবস্থা ঃ

রামচন্দ্র চৌধুরী প্রথমে বেগুনবাড়ি গ্রামে মহেশ্বরী দেবীকে বিবাহ করেন। মহেশ্বরীর গর্ভে মহেন্দ্রচন্দ্র নামক এক পুত্র সন্তান জন্ম হলে তিনি অকালে পরলোকগমন করেন। তারপর রাজশাহী জেলার অন্তর্গত উদিশাগ্রামে বামাসুন্দরী দেবীকে বিবাহ করেন। বামাসুন্দরী দেবী ধার্মিক ও বুদ্ধিমতী ছিলেন। তার গর্ভে শ্রীশচন্দ্র নামক এক পুত্র এবং কমলকামিনী দেবী ও শরৎকামিনী দেবী নামক দুই কন্যা জন্মগ্রহণ করে। সতীশচন্দ্র সান্যালের সঙ্গে কমল কামিনী দেবীর ও হরিদাস লাহিড়ির সঙ্গে শরৎকামিনী দেবীর বিবাহ হয়। জমিদার রামচন্দ্র চৌধুরী দুই পুত্র ও দুই কন্যা রাখে ইংরেজি ১৮৮৪ সনের জানুয়ারি মাসে এবং বাংলা ১২৯০ সনের ২২ মাঘ অতি সজ্ঞানে ইহলোক ত্যাগ করেন।

 রামচন্দ্রের পুত্রদ্বয়ের জমিদারি প্রাপ্তি এবং জ্যেষ্ঠ মহেন্দ্রচন্দ্রের পারিবারিক অবস্থা ও মৃত্যু :

রামচন্দ্র চৌধুরীর মৃত্যুর পর মহেন্দ্রচন্দ্র চৌধুরী ও তার সৎ ভাই শ্রীশচন্দ্র চৌধুরী পিতৃ সম্পত্তির উত্তরাধিকারী হয়ে -অল্পদিনের মধ্যেই পৃথক হলেন। মহেন্দ্রচন্দ্র গম্ভীর এবং ইংরেজি ভাষায় অধিকারী ছিলেন। তিনি প্রথমে সুরসুন্দরী দেবীকে বিবাহ করেন। কিন্তু সুরসুন্দরী নিঃসন্তান অবস্থায় পরলোকগমন করলে মহেন্দ্রচন্দ্র চৌধুরী দুর্গাকান্ত মজুমদারের কন্যা হেমলতা দেবীকে বিবাহ করেন। এই বিবাহের অল্পদিন পরেই কলকাতা গমন করেন এবং সেখানে বসন্তরোগে আক্রান্ত হয়ে বাংলা ১৩০২ সনের ৪ বৈশাখ (ইংরেজি ১৮৯৬ সনের ১৮ এপ্রিল) মাসে ইহলোক ত্যাগ করেন। জমিদার শ্রী শৌরীন্দ্র্রকিশোর রায়চৌধুরীর ১৯১১ সালে প্রকাশিত ‘ময়মনসিংহের বারেন্দ্র ব্রাহ্মণ জমিদার’ গ্রন্থে বোকাইনগর বাসাবাড়ির সংক্ষিপ্ত বিবরণের কথা উল্লেখ রয়েছে। হেমলতা দেবীর সম্বন্ধে তার কিছু উদ্ধৃতি দেওয়া হলো- “হেমলতা দেবীই এক্ষণে বাসাবাড়ির সম্পত্তির একাংশের উত্তরাধিকারিণী হইয়া বাস করিতেছেন।”

শ্রীকৃষ্ণ চৌধুরীর বংশের ষষ্ঠ পুরুষ বাসাবাড়ির জমিদার শ্রীশচন্দ্র চৌধুরী  ঃ

শ্রীকৃষ্ণ চৌধুরীর বংশের ষষ্ঠ পুরুষ ও বাসাবাড়ির জমিদার কনিষ্ঠ শ্রীশচন্দ্র চৌধুরী বাংলা ১২৬৬ ( ইংরেজি ১৮৬০) সালে জন্মগ্রহণ করেন। তিনি অতি অল্প বয়সেই ইহলোক ত্যাগ করেন। পিতার মৃত্যুর পর বড় ভাই মহেন্দ্রচন্দ্র চৌধুরীর সঙ্গে পৃথক হয়ে জমিদারির কাজে যোগ দিলেন।, কিন্তু প্রথম যৌবনেই তার জীবনগ্রন্থি শিথিল হয়ে ছিন্ন হয়ে গেল। তিনি  ক্ষণিক সময়ে সম্পত্তির অধিকারী ছিলেন সুতরাং কার্যক্ষেত্রে বিশেষ পরিচয় দিতে পারেননি। তিনি বেতকান্দি নিবাসী নবকুমার ভট্টাচার্যের কন্যা ভুবনেশ্বরী দেবীকে বিবাহ করেন। তার একমাত্র পুত্র বীরভদ্রচন্দ্র চৌধুরী যখন বয়স তিন বৎসরের, সেই সময় শ্রীশচন্দ্র চৌধুরী পুত্রের স্নেহ-মমতা ত্যাগ করে  ১২৯১ সালের ২২ ভাদ্র ( ইংরেজি ১৮৮৫ সালে)  পররোকগমন করেন।
শ্রীকৃষ্ণ চৌধুরীর বংশের ৭ম পুরুষ ও বাসাবাড়ির জমিদার বীরভদ্রচন্দ্র    :

বীরভদ্রচন্দ্র চৌধুরী ১২৮৯ সালের ৪ পৌষ ( ইংরেজি ১৮৮২) সোমবারে জন্মগ্রহণ করেন। তিনি শৈশব অবস্থায় পিতৃহীন হয়ে মাতা ও পিতামহীর (ঠাকুরমার) তত্ত্বাবধানে লালিত পালিত হতে লাগলেন। প্রথমত গৃহ-শিক্ষকের নিকট তার শিক্ষা আরম্ভ হয়। বীরভদ্রচন্দ্র অভিভাবকহীন ও পিতামহী ও মাতার নয়নের মণিস্বরূপ ছিলেন। শিক্ষা গ্রহণের ক্ষেত্রে তার উপর কোন শাসন ছিল না, সামান্য দোষের আরোপও হতো না। এইরূপ অত্যধিক আদরে ও স্নেহে অনেক বালককে এরূপ শিক্ষায় লাই বা সময়ের অপচয়ের সুযোগ দিলে তা আমোদ, জুয়া,মদ্য বেশ্যা, নৃত্য, গীত, ক্রীড়া ইত্যাদির ক্ষেত্রে নিমগ্ন হতে পড়ে, কিন্তু বীরভদ্রচন্দ্রের পক্ষে ইহার বিপরীত ফল হল। তিনি বাল্যকালে স্বভাবতই ধীর, ও চিন্তাশীল ছিলেন। আত্মোন্নতি লাভের জন্য তার উদাসীনতা বা আলস্য মাত্র ছিল না। সমস্ত অসুবিধা দূরে রেখে তিনি আত্ম-চেষ্টায় ময়মনসিংহ জেলাস্কুলে ভর্তি হন এবং সেখান হতে ১৮৯৯ খ্রিস্টাব্দে প্রবেশিকা (এন্ট্রান্স) পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়ে ঢাকা কলেজে পড়তে আরম্ভ করেন। পর্যাক্রমে তিনি এফ এ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বি এ পরীক্ষা পর্যন্ত চেষ্টা করেছিলেন। তাতে নানা সমস্যার কারণে তিনি সফল হতে পারেননি।

চিত্র বিদ্যায় বীরভদ্রচন্দ্রের বিশেষ অনুরাগ ও শ্রীকৃষ্ণ চৌধুরীর বংশের ৮ম পুরুষদের অনুসন্ধানঃ:

চিত্র বিদ্যায় বীরভদ্রচন্দ্রের বিশেষ অনুরাগ ছিল। তিনি অল্প বয়স হতেই ক্রীড়াচ্ছলে সুন্দর সুন্দর চিত্র অঙ্কিত করে সকলকে চমৎকৃত করতেন। সেসময়ে ফটোগ্রাফি সম্বন্ধে তার জ্ঞান নিতান্ত অল্প ছিল না। সর্বদা ঐ সম্বন্ধীয় পুস্তক ও সংবাদ পত্রাদির আলোচনায় তিনি চিত্র বিষয় সম্বন্ধীয় বিশেষ অভিজ্ঞতা লাভ করেছেন। তার লিখিত ফটোগ্রাফি সম্বন্ধীয়  তীক্ষ্ণ বৈজ্ঞানিক তত্ত্বপূর্ণ প্রবন্ধমালা লন্ডনের ও আমেরিকার অনেক পত্রিকা অলঙ্কৃত করেছিল। বীরভদ্রচন্দ্র হাইকোর্টের সুপ্রসিদ্ধ উকিল ও জমিদার মোহিনীমোহন রায়ের কনিষ্ঠা কন্যা সরোজবাসিনী দেবীকে বিবাহ করেন। শৌরীন্দ্র্রকিশোর রায়চৌধুরীর ১৯১১ সালে ‘ময়মনসিংহের বারেন্দ্র ব্রাহ্মণ জমিদার’ প্রকাশিত হওয়ার পর ১৯১১ হতে ১৯৪৭ সাল পর্যন্ত শ্রীকৃষ্ণ চৌধুরীর বংশের ৮ম পুরুষ হিসেবে বীরভদ্রচন্দ্র চৌধুরীর পরবর্তী বংশধর সম্পূর্ণভাবে জানা যায়নি। তবে অংশিদার হিসেবে রাজলক্ষ্মীর নাম জানা গেছে। হেমলতা দেবীর অংশসহ তখন বাসাবাড়ির সর্বশেষ জমিদারির পরিমান ছিল ৬ গন্ডা ২ কড়া ২ ক্রান্তি মাত্র। উল্লেখ্য যে জমিদার হরচন্দ্র চৌধুরীর আমলে জমিদারির পরিমান ছিল ১ আনা ৬ গন্ডা ২ কড়া ২ ক্রান্তি ( ১ আনা= ২০গন্ডা) । কালক্রমে ১৯৪৭ সালে দেশ বিভক্ত হওয়ার পর জমিদারি প্রথা উচ্ছেদ হলে তারা বাড়িটি ফেলে কলকাতায় চলে যায়। জমিদার বাড়িটির আশেপাশে বসবাসকারী লোকজনকে জিজ্ঞেস করলে, তারা বলেন তাদের দলিল পত্রে কেবল হেমলতা দেবী চৌধুরানীর নাম উল্লেখ আছে। বর্তমান (২০২৩) বোকাইনগর ইউনিয়ন ভূমি অফিসের সহকারি কর্মকর্তা মো. জয়নাল আবেদীন। তার সঙ্গে কথা বলে জানা গেছে, বোকাইনগর নিজামাবাদ মৌজার একটি রেজিস্ট্রার বইয়ে কেবল হেমলতা দেবী চৌধুরানী ও স্বামী মহেন্দ্রচন্দ্র চৌধুরীর নাম উল্লেখ রয়েছে। কিন্তু বীরভদ্রচন্দ্রের পারিবারিক তথ্য রেজিস্ট্রারে পাওয়া যায়নি।
তথ্য সূত্রঃ  (১) ময়মনসিংহের বারেন্দ্র ব্রাহ্মণ জমিদার – শ্রী শৌরীন্দ্রকিশোর রায় চৌধুরী (রামগোপালপুর এস্টেট এর জমিদার ও রাজা যোগেন্দ্র কিশোর রায় চৌধুরীর ৩য় পুত্র)  (২) ময়মনসিংহের ইতিহাস ও  ময়মনসিংহের বিবরণ – শ্রী কেদারনাথ মজুমদার (৩) ময়মনসিংহের জমিদারি ও ভূমিস্বত্ব – মো. হাফিজুর রহমান ভূঞা (৪) ব্রিটিশ ভূবিদ মেজর জেমস রেনেলের অংকিত কয়েকটি মানচিত্র (৫) সিরাজের পুত্র ও বংশধরদের সন্ধানে – ভারত উপমহাদেশের অন্যতম কৃতী ইতিহাসবিদ ও প্রফেসর ড. অমলেন্দু দে (৬) নেত্রকোণা জেলার ইতিহাস – আলী আহম্মদ খান আইয়োব (৭) উইকিপিডিয়ার উল্লেখিত শিরোনামগুলো থেকে (ক) গৌরীপুর উপজেলা – উইকিপিডিয়া (খ) কলকাতা – উইকিপিডিয়া (৮) বাংলাপিডিয়া (৯) ম্যাগাজিন: পেন অ্যাওয়ার্ড অ্যাফেয়ার্স-২০২০, পেন অ্যাওয়ার্ড অ্যাফেয়ার্স-২০২১ ও ২০২২ (১০) ইতিহাস অনুসন্ধানী সংগঠন কর্তৃক প্রতিবেদন (এসিক এসোসিয়েশন, ক্রিয়েটিভ এসোসিয়েশন ও দি ইলেক্টোরাল কমিটি ফর পেন অ্যাওয়ার্ড অ্যাফেয়ার্স ) (১১) ময়মনসিংহ অঞ্চলের ঐতিহাসিক নিদর্শন – দরজি আবদুল ওয়াহাব (১২) ময়মনসিংহের রাজপরিবার – আবদুর রশীদ। (13) A Description Of The Roads In Bengal And Bahar and A General Map of the Roads in Bengal (14) The Rise of Islam and the Bengal Frontier, 1204-1760- Richard M. Eaton (15) The History of British India- James Mill (16) The history of two forts in Gouripur, Mymensingh ( An article published in the New Nation). (17) David Rumsey Historical Map Collection. (18) New York Historical Society. (19) The East-India Register and Directory for 1819 (Second Edition) collected from Harvard University, USA.
লেখক:
মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার
সাংবাদিক, গবেষক ও ইতিহাস সন্ধানী

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin