পরিবার পরিকল্পনা পরিদর্শক দুলাল উদ্দিন, fwv জেসমিন আক্তার সাবেক ফার্মাসিষ্ট মোঃ হারুন অর রশিদ অত্র ইউনিয়নের fwaগন ইউপি সদস্যবৃন্দ ইমাম সাহেবগণ ও বিশিষ্ট্য ব্যাক্তিবর্গ।
উক্ত uh&fwc কেন্দ্রটি সার্বক্ষণিক সেবাদানের সুবিধার্থে ইউপি চেয়ারম্যান মোঃ নেজামুল হক নিজ উদ্যোগে uh& fwc এর বৈদ্যুতিক, স্যানিটেশন, ওয়াইফাই, ফ্যান, ওটি রুমে এসি সহ সকল বিষয়ে সবসময় পাশে থাকবেন বলে আস্বস্ত করেন। উনার এই মহতি কাজের জন্য উপজেলা উপজেলা স্ব্যাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। অন্যদিকে
উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন সার্বিক সহযোগিতার প্রতিজ্ঞা করেন। পরিবার পরিকল্পনা পরিদর্শক দুলাল উদ্দিন বলেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান যেভাবে সহযোগিতা ও তদারকি করছেন এজন্য চেয়ারম্যান মহোদয়কে আন্তরিক ধন্যবাদ উক্ত uh&fwcতে আয়া sacmo pharmacists সহ সকল জনবল নিয়োগ দিলে ভাংনামারীকে দেশের সেরা সেবাদান uh&fwc উপহার দিবেন।
উক্ত অনুষ্ঠানে tfpo কামাল হোসেন বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। এছাড়াও আরও বক্তব্য রাখেন atfpo, মা-মণির প্রতিনিধিবৃন্দ, সিরাক বাংলাদেশ, ইমামগণ, শিক্ষকবৃন্দ ও স্থানীয় ব্যাক্তিগণ।