শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
কোটা সংস্কারের দাবিতে মদনে বিক্ষোভ। পুলিশের সাথে সংঘর্ষে আহত অর্ধশতাধিক। নেত্রকোনা মডেল থানা পুলিশের অভিযান ঃ দুইটি চোরাই গরু একটি ট্রাকসহ এক চোর আটক নেত্রকোনার কলমাকান্দায় পাহাড়ী ঢলের পানিতে ভেসে গেছে স্কুল শিক্ষার্থী নেত্রকোণার কেন্দুুয়ায় জুয়ার আসরে পুলিশের অভিযানে আটক-৮ ঃ নদীতে ঝাঁপ দিয়ে এক জুয়ারী নিখোঁজ মদনে সুমনখালী খাল খননে এলাকাবাসীর দাবি। টাকা আত্নসাত মামলায় নেত্রকোনায় মাদ্রাসার হিসাব রক্ষক গ্রেপ্তার ঃ কারাগারে প্রেরণ ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ সভায় শেষ্ঠ ওসি নেত্রকোনা মডেল থানার আবুল কালাম সংসদ সদস্য সাজ্জাদুল হাসান বলেন গাছে গাছে সবুজ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। নির্বাহী কর্মকর্তার পরিকল্পনায় পাল্টে গেছে মদন উপজেলা পরিষদ চত্বরের দৃশ্যপট মিথ্যা সংবাদ করার প্রতিবাদের সংবাদ সম্মেলন

মদনের চাঞ্চল্যকর দস্যুতার ঘটনায় চার আসামি গ্রেফতার মালামাল উদ্ধার

ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ৪৮ বার পড়া হয়েছে

৪৮ ঘন্টার একটানা অভিযানে নেত্রকোণার মদনের চাঞ্চল্যকর দস্যুতার ঘটনায় চার আসামি গ্রেফতার মালামাল উদ্ধার।

মোঃ মোবাশ্বের হোসেন (২৭), পিতা-খন্দকার ইদ্রিছ মিয়া, মাতা-মোছাঃ রাশিদা সিদ্দিকী, সাং-জাহাঙ্গীরপুর, ০৭ নং ওয়ার্ড, থানা-মদন, জেলা-নেত্রকোণা অনলাইনে ফ্রিল্যান্সিং করে। তিনি ১০ মাস পূর্বে পাবনা জেলার বেড়া উপজেলাধীন নতুন বেরাঙ্গা গ্রামে রেজিঃ কাবিনমূলে জনৈক দুলাল চৌধুরীর মেয়ে মেহেরুনে”ছার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি তার আত্মীয় স্বজনসহ কনে উঠিয়ে আনার জন্য ইং ১৫/০৪/২৪ তারিখ ০২ টি মাইক্রোবাস যোগে বরযাত্রী হিসাবে রাত অনুমান ০৩.০০ ঘটিকায় মোঃ মোবাশ্বের হোসেনের বাসা জাহাঙ্গীরপুর কেন্দুয়া রোড হইতে কনের বাড়ী পাবনার উদ্দেশ্যে ০২ টি মাইক্রোবাস নিয়ে রওনা করেন। রাত অনুমান ০৩.২০ ঘটিকায় মদন থানাধীন বাররী সাকিন¯’ ফ্রয়হালা ২নং ব্রীজে তাদের ১ম নোহা মাইক্রোবাসটি আনুমানিক ১০ হাত উত্তরে পাকা রাস্তার উপর পৌঁছা মাত্রই অজ্ঞাতনামা ০৪ জন দস্যু পূর্ব পরিকল্পিতভাবে ব্রীজের উভয় পাশের পিলারে সাথে মাছ ধরার জাল দ্বারা বেধে রাখে এবং রাস্তার মাঝে একটি হ্যান্ডট্রলি দাড় করিয়ে রাস্তায় ব্যারিকেড দেয়। তারপর তাদের মাইক্রোবাসটির গতিরোধ করে দুষ্কৃতিকারীদের হাতে থাকা শক্ত লাঠি, চোখা ধারালো কাঠের ছুরি ও কাঠের হাতল যুক্ত দা দ্বারা মাইক্রোবাসের ডান পাশের গ্লাসে আঘাত করে ভেঙ্গে ফেলে। মাইক্রোবাসের বাম পাশের গ্লাসে খুলে দুষ্কৃতিকারীরা মাইক্রোবাসের বাম পাশের দরজা খুলে দুষ্কৃতিকারীদের হাতে থাকা দেশীয় অস্ত্রের মাধ্যমে বাদী মোঃ মোবাশ্বের হোসেন ও তার আত্মীয় স্বজনদেরকে ভয়ভীতি প্রদর্শন করে বাদীর দেয়া তথ্যমতে ০৩টি স্মার্ট ফোন, ০১টি বাটন ফোন, স্বর্ণের বিভিন্ন গহনা অনুমান ০৭ ভরি এবং নগদ ৬৩০০০/- টাকা ছিনতাই করে নিয়ে যায়। উক্ত ঘটনার পূর্বে একই দিন আনুমানিক রাত ১১.০০ ঘটিকায় দুষ্কৃতিকারীগণ কেন্দুয়া থানাধীন পাচহার গ্রামে কাচাঁ রাস্তার উপর একটি মোটরসাইকেলের গতিরোধ করে ০২ জন আরোহীদ্বয় সানোয়ার ও সেকুলের নিকট হতে লাঠি, দায়ের ভয় দেখিয়ে মারপিট করে সানোয়ারের নিকট হইতে ০১টি স্মার্ট ফোন ও ২০০০০/- টাকা এবং সেকুলের নিকট থেকে ১৩০০০/- টাকা ছিনিয়ে নেয়। অল্প সময়ের ব্যবধানে আরেকটি মোটরসাইকেল কেন্দুয়া থেকে পাচহার নামক স্থানে আসার সময় দস্যুরা সেটির গতিরোধ করে মোটরসাইকেলের চালকের নিকট থেকে ৮০০/- টাকা ছিনিয়ে নেয়। পরবর্তীতে মদন থানার পুলিশের একটি চৌকস দল নেত্রকোণা ডিবি পুলিশের এলআইসি টিমের সহায়তায় অভিযান পরিচালনা করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ১৬/০৪/২৪ তারিখ রাত অনুমান ০৯:০০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানা এলাকা থেকে জাকির হোসেন (২৪), পিতা-মোঃ কদ্দুছ আলী, সাং-অষ্টগ্রাম, থানা-অষ্টগ্রাম, জেলা-কিশোরগঞ্জকে গ্রেফতার করে এবং তার নিকট থেকে লুষ্ঠিত একটি স্মার্ট ফোন ও নগদ ৩০০০/- টাকা উদ্ধার করে। জাকির হোসেনের দেয়া তথ্যমতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় মদন থানার পুলিশ ১৭/০৪/২৪ তারিখ বিকাল অনুমান ০৫.৩০ ঘটিকায় ঢাকার যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া ব্রীজের উপর থেকে আসামী মোঃ আরিফ হোসেন (২৯), পিতা-মৃত সোলেমান হোসেন, সাং-দৌলতপুর, থানা-বানিয়াচং, জেলা-হবিগঞ্জকে গ্রেফতার করে। আসামী জাকির হোসেন ও মোঃ আরিফ হোসেনদ্বয়কে গ্রেফতার করার পর তাদের দেওয়া তথ্যমতে কমলাপুর রেলষ্টেশন হতে অপর আসামী মোঃ শাহীন আলম (৩৫), পিতা-মৃত শিশু মিয়া, সাং-ভরমপুর, থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ ও মোঃ বাবুন মিয়া (২৪), পিতা-মোঃ জিয়ার উদ্দিন, সাং-শ্রীরামপাশা, থানা-আটপাড়া, জেলা-নেত্রকোণাদ্বয়কে গ্রেফতার করে এবং তাদের নিকট হতে লুণ্ঠিত দুইটি স্মার্ট ফোন উদ্ধার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত ০৪ জন আসামীদের নিয়ে লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য নেত্রকোণায় পৌঁছে ১৮/০৪/২৪ তারিখ বিকাল অনুমান ০২.৩০ ঘটিকায় আসামী মোঃ বাবুন মিয়ার দেয়া তথ্যমতে আটপাড়া থানাধীন তেলিগাতী বাজার হতে রোপন দেবনাথ, পিতা-মৃত অনিল দেবনাথ, সাং-শাসনকান্দি, থানা-আটপাড়া, জেলা-নেত্রকোণার জুয়েলারী দোকান হতে লুণ্ঠিত স্বর্ণ যার পরিমাণ- ০২ আনা ০২ রতি উদ্ধার করে এবং সকল আসামীদের দেখানো মতে ১৮/০৪/২৪ তারিখ বিকাল অনুমান ০৫.০০ ঘটিকায় মামলার ঘটনা¯’ল মদন থানাধীন বাররী সাকিন¯’ ফ্রয়হালা ২নং ব্রীজের পার্শ্ববর্তী পাচহার গ্রামের নুরু মিয়ার ধান ক্ষেত হতে দস্যুতার ঘটনায় ব্যবহৃত ০২টি টর্চ লাইট, ০১টি কাঠের আছারীযুক্ত দা এবং দুস্যুতাকালে তাদের ব্যবহৃত পোষাক, মুখ বাধার গামছা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin