(বিশেষ প্রতিনিধি মোঃ আংগুর রহমান ভূইয়া)
মান সম্মত শিক্ষা নিশ্চিত করি,বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে মদনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) সকাল ১১ টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিউল্লাহ লালন এর পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তৃতা করেন বৈষম্য বিরূদী ছাত্র আন্দোলনের নেত্রকোনা জেলার যুগ্ন সাধারণ সম্পাদক মাহির আকন্দ ফয়সাল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেন, জামাতের সেক্রেটারি নাযেবে আমির ইদ্রিস মাস্টার ,মদন উপজেলা বি এন পি সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ, মদন উপজেলা বি এন পির সভাপতি এন আলম,বিভিন্ন স্কুলের শিক্ষক ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এবং ছাত্র ছাত্রীদের মাঝে আলোচনা শেষে চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা,সুন্দর হাতের লেখা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।