নেত্রকোনার মদনের মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পূর্বের কমিটি বিলুপ্ত করে , নতুন কমিটি ঘোষণা।
সভাপতি হলেন, বীর মুক্তিযোদ্ধা বজলুর রশিদ তালুকদার এর ছেলে মোঃ সারোয়ার জাহান (ঝুলন), ও সাধারণ সম্পাদক হলেন,বীর মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার ছদ্দু মিয়ার ছেলে, মেহেদী হাসান।
গত ৩ জানুয়ারি রোজ মঙ্গলবার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মাহবুবুল আলম (প্রিন্স) ও সাধারণ সম্পাদক আল মামুন কেন্দ্রীয় কেন্দ্রীয়ভাবে এ কমিটি ঘোষণা করেন।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাংগঠনিক অবকাঠামো শক্তিশালী করার লক্ষ্যে, সততা ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালনে, মদনে সুন্দর ভাবে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তাদের উপর এ দায়িত্ব অর্পণ করা হয়েছে।
মদনে নবগঠিত সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান।
মুক্তিযোদ্ধা সন্তান আমারা সকলই ভাই ভাই তাদের সুদিনে, দুর্দিনে সব সময়ই তাদের পাশে থেকে কাজ করে যাব।
মদন উপজেলার মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নবগঠিত সভাপতি সারোয়ার জাহান (ঝুলন) তিনি বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব সততা , ও নিষ্ঠার সাথে পালন করার, চেষ্টা করব।
মদনের অবহেলিত মুক্তিযোদ্ধা সন্তানদের সকল কার্যক্রমে পাশে আছি, থাকবো, ইনশাল্লাহ।