লকডাউনের প্রথম দিনে সকাল থেকে নেত্রকোনার মদন উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারি বিধি নিষেধ এবং মানুষের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাঠে টহলে আছে, সেনাবাহিনী, পুলিশ ,ও আনসার সদস্যরা । লকডাউনে পৌরশহরের জরুরী ঔষধের দোকানপাট ও কাঁচা বাজার খোলা রয়েছে, তবে শপিং মল এবং অন্যান্য দোকানপাট বন্ধ দেখা গেছে।
কঠোর লকডাউন জারি হওয়া সত্ত্বেও অনেকেই মানছেন না। অনেকে আবার নানা অজুহাতে রাস্তায় বের হচ্ছেন । কেউ কেউ মোটরসাইকেল ও ছোট যানবাহন নিয়ে চলাফেরা করছেন।