মাদক,সন্ত্রাস,জঙ্গীবাদ ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গঠনে নেত্রকোণার পৃর্বধলা উপজেলায় সচেতনতা ও বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১টায় জটিয়াবর কলেজ প্রাঙ্গণে মানবতা সমাজ কল্যান সংস্থা ও জটিয়াবর ইসলামি সমাজকল্যাণ সংগঠন এই আলোচনা সভার আয়োজন করে।
মানবতা সমাজ কল্যান সংস্থার চেয়ারম্যান মজিবর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ খানের পরিচালনায় আলোচন সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার ফয়েজ আহমেদ।
সচেতনতা বিষয়ক আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভৃমি) মোছাঃ জিনিয়া জামান, জটিয়াবর কলেজের অধক্ষ্য গোলাম মোস্তফা, পৃর্বধলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আনোয়ারুল হক রতন, পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, পৃর্বধলা সদর ইউনিয়ন চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল, আগিয়া ইউনিয়ন চেয়ারম্যান সানোয়ার হোসেন চৌধুরী
ইসলামী সমাজকল্যান সংগঠনের সভাপতি রেজাউল করিম রাজা প্রমুখ।
প্রধান অতিথি পুলিশ সুপার ফয়েজ আহমেদ বলেন, পুলিশের একার পক্ষে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা সম্ভব নয়, এ জন্য সমাজের সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে। তিনি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ মুক্ত স্মার্ট বাংলাদেশ বির্নিমানে স্ব স্ব অবস্থান থেকে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।
পরে দুস্ত,অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়।