রোটারিয়ান এম নাজমুল হাসান নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলা বলাইশিমুল ইউনিয়নের গোপালপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তিনি একজন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও রাজনীতিবীদ।
ছাত্র জীবনে তিনি ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন। বর্তমানে বাংলাদেশ ইয়ুথ ফোরামের উপদেষ্টা, কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহ-সভাপতি ও কেন্দ্রীয় জিয়া পরিষদের সহকারী মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তাছাড়া নেত্রকোণা জেলা বিএনপি’র উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্যও ছিলেন তিনি।
তিনি নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন চেয়ে আসছেন দীর্ঘদিন যাবৎ। বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও বিএনপি নেতা রোটারিয়ান এম নাজমুল হাসান একজন পরিছন্ন রাজনীতিবীদ ও সাদা মনের মানুষ। তিনি গরীব দুঃখী মানুষের সেবায় কাজ করেন।
প্রায় দুই যুগ ধরে রোটারিয়ান নাজমুল হাসান আটপাড়া ও কেন্দুয়া উপজেলার ২০টি ইউনিয়নে দলের নিবেদিত প্রাণ হিসেবে বিরামহীনভাবে কাজ করে যাচ্ছেন।
সাধারণ মানুষের পাশে থেকে সহযোগিতা করে অনেক প্রশংশা কুড়িয়েছেন তিনি। দলের প্রবীণ, বঞ্চিত ও ত্যাগী নেতাকর্মীদেরকে তিনি মূল্যায়ন করেন । এলাকার জনমানুষের কাছে তিনি একজন জনপ্রিয় মানুষ হিসেবে সুপরিচিত মুখ।
বিগত দিনে বহু চড়াই উৎরাই পেরিয়ে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত প্রতিটি কর্মসূচি রোটারিয়ান নাজমুল হাসানের নের্তৃত্বে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নিজ এলাকায় পালন করেছেন এবং বহু মামলা-হামলারও শিকার হয়েছেন।
দলের দুঃসময়ে শুধু নিজ এলাকাতেই নয়, রাজধানী ঢাকাতেও বিএনপির বিভিন্ন আন্দোলন, সংগ্রামসহ দলীয় প্রত্যেকটি কর্মসূচিতে সক্রিয়ভাবে নের্তৃত্ব দিয়েছেন রোটারিয়ান নাজমুল হাসান।
বিগত দিনে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সারাদেশে বিদ্যুতের লোডশেডিং বন্ধ ও লাগামহীন দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এবং খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমান ও ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ফরমায়েসী সাজা বাতিলের দাবীতে বাংলাদেশ ইয়ূথ ফোরাম ও বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন যৌথভাবে আয়োজিত সভায় রোটারিয়ান এম নাজমুল হাসান বলিষ্ঠ কন্ঠে প্রতিবাদী বক্তব্য রাখেন।
হাসিনার সরকারের জেল জুলুম উপেক্ষা করে তিনি শহীদ জিয়ার আদর্শের একজন রাজপথের লড়াকু পরীক্ষিত সৈনিক । বর্তমানে তিনি কেন্দুয়া আটপাড়ায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে প্রতিদিন মিটিং মিছিল,অবস্থান কর্মসূচীসহ বিভিন্ন কর্মসূচী পালন করছেন।
১৫ আগষ্ট তিনি কেন্দুয়া আটপাড়ায় দলীয় নেতাকর্মীসহ দিনব্যাপী নানা কর্মসূচী পালন করেছেন। আগামীদিনগুলোতে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জনমানুষের কল্যাণে কাজ করার দূঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।