সেলাই মেশিন চালিয়ে জীবিকা নির্বাহ ও লেখাপড়ার খরচ চালানোর জন্য পূর্বধলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম সুজন তার ব্যাক্তিগত তহবিল থেকে মেঘশিমুল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী তাবিয়া আক্তারকে একটি সেলাই মেশিন উপহার দিয়েছে।
আজ সোমবার বিকাল ৪টার দিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন তার ইস্ট হোয়াইট হাউজ বাসভবনে অসহায় শিক্ষার্থী ও তার মা মার্জিয়া আক্তারের হাতে সেলাই মেশিন তুলে দেন।
চেয়ারম্যান সুজন সাংবাদিকদের জানান, ঘাগড়া ইউনিয়নের মেঘশিমুল গ্রামের মোঃ ফারুক মিয়া অসুস্থ হয়ে কর্ম ক্ষমতা হারালে পরিবারটি অসহায় হয়ে পড়ে। মেঘশিমুল উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীতে অধ্যায়ররত শিক্ষার্থী তাবিয়া আক্তারের লেখাপড়ার খরচ চালানো প্রায় দুষ্কর হয়ে পড়ে। এমতাবস্থায় ফারুকের অসহায় স্ত্রী মার্জিয়া আক্তার মেয়ে তাবিয়া আক্তারকে সাথে নিয়ে আমার কাছে এসে সাহায্য প্রার্থনা করলে আমি মেয়েকে তিন মাসের সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়েছি। সফল ভাবে প্রশিক্ষণ শেষ করায় অসহায় পরিবারটির জীবিকা নির্বাহ ও লেখাপড়ার খরচ চালানোর জন্য আজ আমি আমার ব্যাক্তিগত তহবিল থেকে একটি সেলাই মেশিন উপহার দিয়েছি। আশা করি এই সেলাই মেশিন চালিয়ে দশম শ্রেণীর শিক্ষার্থী তার লেখাপড়ার খরচ চালানোর পাশাপাশি জীবিকা নির্বাহ করতে সক্ষম হবে।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি রাসেল মিয়া, ৫ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এ জেট এম সাইফুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ।