শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০১:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
কোটা সংস্কারের দাবিতে মদনে বিক্ষোভ। পুলিশের সাথে সংঘর্ষে আহত অর্ধশতাধিক। নেত্রকোনা মডেল থানা পুলিশের অভিযান ঃ দুইটি চোরাই গরু একটি ট্রাকসহ এক চোর আটক নেত্রকোনার কলমাকান্দায় পাহাড়ী ঢলের পানিতে ভেসে গেছে স্কুল শিক্ষার্থী নেত্রকোণার কেন্দুুয়ায় জুয়ার আসরে পুলিশের অভিযানে আটক-৮ ঃ নদীতে ঝাঁপ দিয়ে এক জুয়ারী নিখোঁজ মদনে সুমনখালী খাল খননে এলাকাবাসীর দাবি। টাকা আত্নসাত মামলায় নেত্রকোনায় মাদ্রাসার হিসাব রক্ষক গ্রেপ্তার ঃ কারাগারে প্রেরণ ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ সভায় শেষ্ঠ ওসি নেত্রকোনা মডেল থানার আবুল কালাম সংসদ সদস্য সাজ্জাদুল হাসান বলেন গাছে গাছে সবুজ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। নির্বাহী কর্মকর্তার পরিকল্পনায় পাল্টে গেছে মদন উপজেলা পরিষদ চত্বরের দৃশ্যপট মিথ্যা সংবাদ করার প্রতিবাদের সংবাদ সম্মেলন

সংগ্রামী জীবনে সফল একজন রাজনীতিবিদ ও বীমাবিদ মাসুম হাসান জামাল

এ কে এম এরশাদুল হক জনি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ১৭০ বার পড়া হয়েছে
 শৈশব কৌশরের কষ্টের চাকায় মোড়ানো সংগ্রামী জীবনের গল্পকে সামনে রেখে এগিয়ে চলা মানুষটির নাম মাসুম হাসান জামাল। যিনি নেত্রকোনার সকল শ্রেণি পেশার মানুষের কাছে একজন সফল ব‍্যক্তি হিসেবে বেশি পরিচিত। শিক্ষা জীবন থেকে শুরু করে চাকুরী, ও রাজনীতিতে সফল মাসুম হাসান জামালের সংগ্রামী পথচলা নতুন প্রজন্মকে উদ্দীপ্ত করে তুলে।
মাসুম হাসান জামাল তিনি শুধু একজন রাজনীতিবিদই নয় বরং একজন সফল বীমা কর্মীও বটে, তিনি রাজনীতির পাশাপাশি বীমা জগতে ও গড়েছেন সফল ক‍্যারিয়ার তিনি সাধারণ একজন বীমা কর্মী থেকে আজ  বেস্ট লাইফ ইন্স‍্যুরেন্স লিমিটেড নামে একটি বীমা কোম্পানির সফল অতিরিক্ত ব‍্যবস্হাপনা পরিচালক হিসেবে ময়মনসিংহ বিভাগের ডিভিশন-২ এ কর্মরত আছেন, চাকুরীর জন্য যখন নেত্রকোনা জেলার শত শত শিক্ষিত  বেকার যুবক যুবতী হাহাকার করছিল ঠিক তখনই তিনি তাদের বাড়িতে থেকে নেত্রকোনার জেলা এবং দশটি উপজেলাতেই  ব্রান্চ অফিস করে কর্মসংস্থানের সুযোগ করে সৃষ্টি করে দিয়েছেন আজ তারা প্রত্যেকেই স্বাবলম্বী,  আমরা তার রাজনীতি ও কর্মজীবনের সাফল্য কামনা করছি।মাসুম হাসান জামাল ২০১২ সালে ইউপি নির্বাচনে ইউপি সদস্য হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হন।

ঐ নির্বাচনে বিপুল ভোটে জয়ের মধ্যদিয়ে নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের মানুষ পায় মাসুম হাসান জামালের মতো একজন ক্লিন ইমেজের পরিচন্ন রাজনীতিবিদ। তারপর এর মধ্যদিয়ে ওই অঞ্চলের মানুষ বেছে নেয় জীবনে হার না মানা সংগ্রামী একজন নেতা মাসুম হাসান জামালকে। ঠাকুরাকোনা ইউনিয়নের বরেণ্য রাজনীতিকদের একজন মাসুম হাসান জামালের জন্ম ঠাকুরাকোনা ইউপির এক অজপাড়াগাঁ দূর্গাশ্রম গ্রামে। একটি শিক্ষিত ও মধ‍্যবিত‍্য পরিবারে জন্ম নেয়া মাসুম হাসান জামাল দারিদ্রের অন্ধকারে থেকেও স্বপ্ন দেখতেন আলোকিত জীবনের। স্বপ্ন দেখতেন লক্ষ্যপূরণে সামনে এগিয়ে চলার। মাসুম হাসান জামাল আজও গ্রামের সেই কাদামাটির মানুষটিই রয়ে গেছেন। নেই অহঙ্কার, নেই অর্থের দাপট। আছে শুধু মানুষের জীবন কিভাবে অর্থবহ হবে, সাফল্য আসবে এসব ভাবনায়। মরহুম আলাউদ্দিন মাষ্টার জেষ্ট পুত্র মাসুম হাসান জামাল, তিনি নেত্রকোনা জেলা ছাত্রলীগের  সাবেক সদস্য,  জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সম্মানিত সদস্য, গত উপজেলা পরিষদ নির্বাচনে  ভাইসচেয়ারম্যান পদে নির্বাচন করে তরুন এই যুবক চমক সৃষ্টি করেছেন  মাত্র কয়েকটি  ভোটের কারনে  ফলাফল তার বিপক্ষে চলে যায়,নৈতিক নেতা ও ঠাকুরাকোনা ইউনিয়নের সাধারণ সম্পাদকের মধ্যে কোন ফারাক খুঁজে পাননা নেত্রকোনা ও ঠাকুরাকোনা ইউনিয়নের মানুষ। তবে মাসুম হাসান জামালের ভেতর খুঁজে পাওয়া যায় আত্মবিশ্বাসী ও দৃঢ়প্রত্যয়ী এক মানুষের জীবন্তরূপ।

ঠাকুরাকোনা ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনে সাধারন সম্পাদক প্রার্থী হয়ে সবোর্চ্চ ক্ষমতার বিপক্ষে থেকেও তিনি বিপুল ভোটে সাধারন সম্পাদক নির্বাচিত হন, আত্মবিশ্বাসী ও দৃঢ়প্রত্যয়ী মাসুম হাসান জামাল তার বক্তৃতায় নেত্রকোনার অর্থনৈতিক উন্নয়নে তারুণ্যের শক্তি কাজে লাগানোর ওপরই বেশি জোর দিয়েছেন। এবার তার কথায় ঠাকুরাকোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটের লড়াইয়ে নতুন ও তরুণ প্রজন্মের ব্যাপক সাড়া পড়ে নৌকা প্রতীকের পক্ষে। এবারের নির্বাচনে ঠাকুরাকোনা ইউনিয়নের নৌকা প্রতীকের ঐতিহাসিক জয়ের প্রক্রিয়ায় মাসুম হাসান জামাল বলেন, ঠাকুরাকোনা ইউনিয়নের নৌকা প্রতীকের এ বিজয় নতুন প্রজন্মের। এ বিজয় আজকের ছোট্ট শিশুটির, যে হবে উন্নত ঠাকুরাকোনা ইউনিয়নের গর্বিত নাগরিক। আওয়ামী লীগ বিশ্বাস করে তরুণদের হাত ধরেই বাংলাদেশের আগামীর পথ চলা অর্থবহ হয়ে উঠবে। আমরা নতুন ও ভবিষ্যত প্রজন্মের জন্য তাদের উপজ্জীব্য করে সমাজ বিনির্মাণে কাজ করে যাবো। যেখানে তাদের জন্য থাকবে উচ্চতর শিক্ষার অবারিত দরজা এবং শিক্ষা শেষে কর্মসংস্থানের ব্যবস্থা। কেবল তাই নয়, এখন আমাদের অন্যতম প্রধান লক্ষ্য থাকবে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা ও কৃষি পণ্যের রপ্তানি বৃদ্ধি করে টেকসই উন্নয়নের। ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতেৃত্বেই আমাদের স্বপ্ন মুজিববর্ষ-২০২০, ডিজিটাল বাংলাদেশবর্ষ-২০২১, এসডিজিবর্ষ-২০৩০ ও উন্নত বাংলাদেশবর্ষ-২০৪১ সালের রূপকল্প বাস্তবায়ন করবো।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin