নেত্রকোনার মদন উপজেলা ৩ নং মদন ইউনিয়নের সরকারি হালট থেকে ভেকু দিয়ে মাটি কেটে নিজের জমিতে (পাড়) নির্মাণের অভিযোগ উঠেছে, কিছু প্রভাবশালী মহলের বিরুদ্ধে। উপজেলার মদন ইউনিয়নের কাপাসাটিয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষে মঞ্জু মিয়া ও বর্তমান ইউপি সদস্য রহিছ মিয়া সহ একাধিক ব্যক্তি অভিযোগে সই করে, উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত এক অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ থেকে জানা গেছে, উপজেলার মদন ইউনিয়নের কাপাসাটিয়া গ্রামের কিছু প্রভাশালী ব্যক্তিরা গঙ্গানগর বাজার হইতে ধোবাওয়ালার দিকে যে সরকারি হালট গোরাটটি গেছে, সেই সরকারি হালটের জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটে নিজের জমির (পাড়) নির্মাণের কাজ শুরু করেছেন।
এ বিষয়ে গঙ্গানগর গ্রামবাসীর পক্ষে একাধিক ব্যক্তি সই করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এতে সরকারি জমি বেদখলের পাশাপাশি, সরকারি হালট গোরাটের রাস্তা দিয়ে বৈশাখ মাসে কৃষকের জমির ধান কেটে বাড়িতে উত্তোলন করতে বিঘ্ন ঘটার আশঙ্কা করছেন স্থানীয়রা।