নেত্রকোণার জেলার সদর উপজেলার পৌরশহরের পশ্চিম কাটলী গ্রামের আপন (১৮) নামের এক কলেজ ছাত্র গলায় ফাঁস দিয়ে মারা যায়।
আজ সন্ধ্যায় আনুমানিক সাড়ে সাতটার দিকে নিজ বসত ঘরে তার মায়ের উড়না দিয়ে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আপন নামের ছেলেটি গলায় ফাঁস দেওয়ার পর তার মা দেখতে পায় গলায় উড়না পেছিয়ে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায়। আপনের মায়ের ডাক চিৎকার শুনে এলাকার লোকজনের সহযোগিতায় ঝুলন্ত লাশ নামিয়ে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ শাকের আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।