নেত্রকোনার মদন উপজেলার কৃষি অফিসের পক্ষ থেকে আজ ৪ অক্টোবর কৃষকদের মাঝে বিনামূল্যে শীত মৌসুমের ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ, কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহনাজ আফরোজ মনি , বিএডিসি সহকারী কর্মকর্তা সুদীপ কর্মকার কৃষি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী প্রমুখ।
২০২১ অর্থবছরের রবি মৌসুমের কৃষকদেরকে লাভবান করার জন্য গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, শীতকালীন, পেঁয়াজ , চিনাবাদাম, মুগ মসুর ফসলের আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে এ উপহার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ কৃষকদের উদ্দেশ্য করে তিনি বলেন ,
আপনাদের দেখে মনে হচ্ছে পরিশ্রমী ও সাফল্য অর্জনকারী কৃষক। রোগী দেখে ডাক্তারা যেমন বলতে পারেন কি ওষুধ প্রয়োগ করতে হবে রোগীকে । কৃষি কর্মকর্তারা ও বলতে পারেন পোকামাকড়ের জন্য কি কীটনাশক প্রয়োগ করতে হবে।
মাঠে ফসল ফলাবেন কিন্তু ধান ক্ষেতে একটি পোকা দেখলে আপনারা আসবেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসে আপনাদের সকল সমস্যা সমাধানের জন্য সবসময় প্রস্তুত থাকবে কৃষি অফিস।
কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান বলেন ,মদনের কৃষকরা বেশিরভাগ ধানের উপর নির্ভরশীল। আপনারা অধিক লাভবান হবেন যদি এক
মৌসুমে শাক-সবজির আবাদ করেন ৫ মৌসুমের ধান চাষের সমান লাভবান হবেন।
অনাবাদি জমি আবাদের আওতায় আনলে দেশ হবে উন্নত । সাধারণ কৃষকরা ব্যাপক সফলতা অর্জন করে স্বাবলম্বী হবে ।জনগণের হবে পুষ্টি পূরণ।
মদনে শাক সবজির আবাদ কম হওয়ায় কৃষকের মাঝে শাক সবজির আবাদ বাড়ানোর জন্য বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্যোগ গ্রহণ করেন কৃষি অফিসের পক্ষ থেকে। এ উদ্যোগে লাভবান হবে কৃষক ও জনগণের হবে পুষ্টি পূরন।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন ,১ ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না ,এই প্রতিপাদ্যকে সামনে রেখে মদনের কৃষি কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন। অনাবাদি জমি চাষের আওতায় এনে কৃষকদের লাভবান ও স্বাবলম্বী করাই এ উদ্দেশ্য।