খামার বাড়ির তলদেশে
বর্ষার জলপ্রপাত
স্তনের জালের মতোন প্রাকৃতিক
যেন ষড়ঋতুর ধারাপাত ।
ডানে স্মৃতি সৌধ
বামে বাংলা ভাষার ভাস্কর্য
মাঝে লিপিকা
উপরে সৈয়দ সময় ,
আর দক্ষিণে জল দরজা
নীল কখনো আকাশী
ওর ভেতরে লাল লাল সাদা
সবুজে মাগে ঠিক ষড়ঋতু ।
দিক ঠিক বিপরীত
ডাইনামিক রক্ষকরা পোয়াতি বারোমাস
ডাইভার্সিটি ডানায় ফলিত
ষোড়শীরা মুক্তস্বাদে ঘুরে ভরা বসন্তে ।
আলোক রঙে
খাদ্য মাটির রহস্যে
কাজ কৃষি তার
তোমার আর আমর খামার ।