সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় মশাল মিছিলঃনিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  নেত্রকোনার পূর্বধলায় র‍্যালী ও আলোচনা সভা মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মদনে ধানের শীষের প্রার্থী জনাব লুৎফুজ্জামান বাবর কে বিজয়ী করতে কর্মী সভা। রফিক হিলালীর জন্য আল্লাহর রহমত ও সবার দোয়া চেয়েছেন আব্দুর রহমান মদনে কৃষকদের মাঝে বিনামূল্য সার ও বীজ বিতরণ। নেত্রকোনা ৪ আসনে ধানের শীষের প্রার্থী লুৎফুজ্জামান বাবর ঢেঁড়শ গাছ থেকে পাটের আঁশ! রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছেন কৃষক মোতালিব  যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে  নেত্রকোনায় নেতৃত্ব প্রত্যাশীদের পৃথক পৃথক বর্ণাঢ্য আনন্দ র‍্যালী মদনে পৌর বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

সাবেক সহ-সম্পাদক ছাত্রনেতা সৈয়দ আল রাকিব নেত্রকোনা সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি পদ-প্রার্থী

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ্
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৩৮৫ বার পড়া হয়েছে

শিক্ষাঙ্গণে শিক্ষার সুষ্ঠু পরিবেশ, সাধারণ ছাত্র- ছাত্রীদের ন্যায় সঙ্গত অধিকার আদায় ও বাংলাদেশ ছাত্রলীগকে মানবিক ছাত্র সংগঠন হিসেবে গড়ে তুলতে জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক রাজপথের লড়াকু সৈনিক, ত্যাগী ও পরীক্ষিত ছাত্রনেতা সৈয়দ আল রাকিব নেত্রকোনা সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হতে আগ্রহী।
সৈয়দ আল রাকিব এ প্রতিনিধিকে বলেন, আমি আমার পারিবারিক শিক্ষায় এবং স্কুলে পড়ার সময় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উদ্ধুব্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে প্রতি আস্থা জ্ঞাপন করে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত হই।

তিনি বলেন, কোমলমতি শিশু কিশোরদেরকে বঙ্গবন্ধুর আদর্শে উদ্ধুব্ধ করায় বাংলাদেশ আওয়ামীলীগের নিবন্ধনকৃত সংগঠন বঙ্গবন্ধু-শিশু কিশোর মেলা বিগত ২০১৬ সালের ২৮ ডিসেম্বর আমাকে সদর থানার সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করে। আমি সব সময় আমার উপর অর্পিত দায়িত্ব যথাযতভাবে পালনের চেষ্টা করেছি। আমার কার্যক্রমে সন্তুষ্ট হয়ে তৎকালীন নেত্রকোনা জেলা ছাত্রলীগের অমি-জনি কমিটি ২০১৭ সালের ১লা জানুয়ারী আমাকে জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক হিসেবে মনোনীত করে। বিগত ২০১৯ সালের ১৮ জুন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আমার উপর আস্থা রেখে আমাকে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ নেত্রকোনা জেলা শাখার সাধারণ-সম্পাদক পদে মনোনীত করে। কলেজ ছাত্রলীগ নেতাকর্মীদের অভিযোগ নেত্রকোনা সরকারী কলেজ শাখা ছাত্রলীগের কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরও দীর্ঘদিন যাবৎ নতুন কোন কমিটি গঠিত না হওয়ায় কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রমে এক ধরণের স্থবিরতা বিরাজ করছিল। সাধারন ছাত্রলীগ নেতাকর্মীদের দাবী ছিল যত দ্রুত সম্ভব ছাত্রলীগ কলেজ শাখার কমিটি গঠন করার।

এরই প্রেক্ষিতে নেত্রকোনা জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন ও সাধারণ সম্পাদক সোবায়েল আহম্মেদ খান গত ১৩ই জুলাই এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নেত্রকোনা সরকারী কলেজ শাখা ছাত্রলীগের কমিটি গঠনের জন্য আগ্রহী সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রার্থীদেরকে আগামী ১৬ই জুলাই নেতৃবৃন্দের কাছে জীবন বৃত্তান্ত দাখিল করার আহবান জানান। জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সৈয়দ আল রাকিব আরো বলেন, আমি দীর্ঘদিন যাবৎ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মানবিক নেতা সোবায়েল আহম্মেদ খানের সাথে থেকে প্রতিটি আন্দোলন সংগ্রাম, বিভিন্ন রাজনৈতিক কর্মসূচী পালন, সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে সর্বদা ছাত্রলীগের ভাবমূর্তি উজ্জ্বল করার চেষ্টা করছি। দীর্ঘদিন পর নেত্রকোনা সরকারী কলেজ শাখা ছাত্রলীগের কমিটি গঠন হতে যাচ্ছে শুনে নেতৃত্ব প্রত্যাশী ছাত্রনেতারা আবারো রাজনীতিতে সক্রিয় হয়ে উঠছে।

নতুন কমিটি গঠিত হলে নেত্রকোনা সরকারী কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ আরো বেশী সু-সংগঠিত ও শক্তিশালী হয়ে উঠবে। ছাত্রনেতা সৈয়দ আল রাকিবের প্রত্যাশা, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন ও সাধারণ সম্পাদক সোবায়েল আহম্মেদ খান যদি আমাকে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দেন তাহলে আমি আমার মেধা, মননশীলতা ও গতিশীল নেতৃত্বকে কাজে লাগিয়ে নেত্রকোনা সরকারী কলেজ শাখা ছাত্রলীগকে আরো বেশী সু-সংগঠিত ও শক্তিশালী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো বেশী সু-দৃঢ় করতে সক্ষম হবো। যারা দীর্ঘদিন যাবৎ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত তাদেরকে নিয়েই আমি কলেজ কমিটি গঠন করবো। পাশাপাশি শিক্ষার অনুকুল পরিবেশ নিশ্চিত, সাধারণ ছাত্র-ছাত্রীদের ন্যায় সঙ্গত অধিকার আদায়, ইভটিজিং, মাদক, জুয়া ও সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস উপহার দিতে পারবো, ইনশাআল্লাহ। তিনি এ ব্যাপারে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin