প্রজন্ম হোক সমতার’ সকল নারীর অধিকার’ এই প্রতিপাদ্যের আলোকে নেত্রকোনার আটপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার সড়ক প্রদক্ষিণের পর উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় এসে মিলিত হয়৷ দিবসটির তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদ , সঞ্চালনা করেন যুব উন্নয়ন কর্মকর্তা মো.ওমর ফারুক এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম খান হীরা প্রমুখ।