নেত্রকোনার আটপাড়ায় ১১জুন শুক্র বার এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাদ জুমার পর আনুমানিক ২ঃ৩০ ঘটিকায় বানিয়াজান ইউনিয়ন এর মির্জাপুর মল্লিকপুর গ্রামের মাঝখানে ব্রিজ সংলগ্ন ডুবায় লাশ পড়ে আছে দেখতে পেলে থানায় খবর দিলে থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন এবং ময়না তদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে প্রেরণ করেন ।
নিহত নুরজামাল(২৭) পিতা মৃত ইদ্রিস আলীর ৩ ছেলে সন্তানের মধ্যে সবার বড়। অল্প বয়সে তার বাবা মা কে হারালে অভিভাবকহীন হয়ে পরে নুরুজ্জামাল (২৭)। সে অভাবের তাড়নায় এদিক-সেদিন ঘোরাফেরা করত ।
মানুষের ছোটখাটো কাজ করে দিত এবং এর বিনিময় যা পেত তাই দিয়ে তার খাবারের সংস্থান করত। বোকা ধরনের ছিল বলে তাকে নিয়ে অনেকেই ঠাট্টা মশকারা করত। তার বাড়ি উপজেলার শুনই ইউনিয়নের গোয়াতলা পশ্চিম পাড়া গ্রামে।নুরুজ্জামানের ছোট ২ ভাই চৌদ্দগ্রাম দিনমজুরীর কাজ করে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। রিপোর্ট লেখা পর্যন্ত থানায় এ ব্যাপারে কোন অভিযোগ দায়ের হয়নি।